নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

হেফাজত- The Survivor of Islam!!!!!!!!!

০৭ ই মে, ২০১৩ রাত ১:৫১

ধরা যাক, এখনো হেফাজতের কর্মীরা মতিঝিল এ অবস্থান করছে। তাহলে কি আর বেশী কিছু হতো? আমার তো মনে হয়না তেমন কিছু হতো। এই বড়জোর রাষ্ট্রীয় ব্যাংকগুলো পুড়ে ফেলত, আশেপাশের আরও কিছু ফুটপাথের দোকান এবং কিছু ভালো ভালো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ধ্বংস করতো। কিন্তু তাতে কি? এরপর বড়জোর বাংলাদেশ ব্যাংকটা দখল করতো এবং কিছু ফাইল পত্র পোড়াত। আর হয়তোবা কিছু খারাপ কর্মীরা কিছু টাকা পয়সা এবং কিছু জিনিসপত্র লুট করতো!!! এতে হয়তোবা দেশের অর্থনীতিতে সামান্য একটু আঘাত লাগতো! ধরা যাক, তারা এখনো ঢাকার ৬ টা পয়েন্ট এ অবস্থান করছে। কিন্তু সেখানেও তো তারা তেমন কিছু করছেনা!!! কিছু গাড়িই হয়তোবা ভাংচুর করছে আর কিছু পুড়িয়ে দিচ্ছে!!!! আরে বাবা, আন্দোলন করতে গেলে এরকম কত কিছুইতো হয়!!!! যেমন গাছ কেটে ফেলতে হয়, রাস্তায় ব্যারিকেড দিতে হয়, ডিভাইডার ভেঙে ফেলতে হয়, বই পোড়াতে হয়, এবং স্থাপনা যা আছে তা ভেঙে জ্বালিয়ে দিতে হয়!!!!! সবচাইতে বড় কথা হচ্ছে আন্দলনের স্বার্থে পবিত্র কোরআন শরীফও পোড়াতে হয়!!!!!! কিন্তু তাতে কি? এই নাস্তিক সরকারের পতন তো করতেই হবে (এই জায়গাটায় আমি একটু ভুল বলতে পারি কারণ আমি টিভি তে শুনেছিলাম হেফাজতের নেতারা বলছিল এখন নাকি তাদের একটাই দাবি- নাস্তিক সরকারের পতন; তাহলে ব্লগার-নাস্তিকদের বিচার????? ওওওও বুঝতে পেরেছি সরকারের পতন হলেই তো তাদের বিচার হেফাজতই করতে পারবে!!!!!!)!!!!!!!! ব্রাকেট এর ওই দাবিটার সাথে কার কথার যেন কিছু মিল খুঁজে পাচ্ছি ........................কোথায় যেন এরকম শুনেছিলাম! তবে নিশ্চিত ভাবে বলা যায় এই পর্যায়ে এসেও এ আন্দোলনের সাথে বিনপি-জামাত জড়িত নয়!!!!!! কই যেন ছিলাম ও মনে পড়েছে। হেফাজতের কর্মীদের হাতে লাঠি, গ্রেনেড কেন? ভাইরে জালিম সরকার দেশটা থেকে ইসলাম এর নাম গন্ধ মুছে দিতে চাইছে। এটার তো একটা বিহিত হওয়া দরকার। এই লাঠি আর গ্রেনেড দিয়েই প্রমান হবে যে চাইলেই এই নাস্তিক সরকার ইসলাম ধ্বংস করতে পারবেনা। প্রয়োজনে লাখ লাখ মানুষ শহীদ হয়ে যাবে এ জালিম সরকারকে উতখাত করতে। এগুলো করতে যেয়ে কিছু সাধারণ মানুষ, তরুণ মরতেই পারে। তবে মরার আগেই তো তারা শহীদ হবার গ্যারান্টি নিয়ে গেলো আর মরে যাবার পরে তো কনফার্ম বেহেশত। এভাবে একজন মুসলমান যদি বেহেশত পেয়ে যায় তাহলে কেন সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে না???? তাহলে কি সরকার পতনটাই মূল ইস্যু। আরে না পাগল, এই সরকারের পতন হলেই তো দেশ থেকে নাস্তিক-মুরতাদ-ব্লগার বিদায় নেবে। তাদের ফাসিতে ঝুলানো হবে। সারা দেশে ইসলাম এর সুবাতাস বইবে। (আমিন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.