নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

গরমের গরম!

১২ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

গরমের কারণে জীবনটা কোণঠাসা হয়ে পড়ছে। রোদের এত তেজ যে মাথা ঘুরাতে থাকে। রাস্তায় হাঁটতে গেলেতো আরও বিপদ। আবহাওয়ার যে কি অবস্থা? আগে ৬ টা ঋতু তাদের নীতিগুলো মেনে ঠিকই বাংলাদেশ এ আসতো। আর এখন? বছরে গরম পরলে প্রচণ্ড গরম, আর শীতের সময়ে প্রচণ্ড ঠাণ্ডা। আবার গরমের সময়ে যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে ঘুমানোর সময়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। কি যে একটা অবস্থা। এতো গেলো আবহাওয়ার গরম......এরপরে আছে রাজনীতির গরম, জিনিসপত্রের দামের গরম, যাতায়াত করতে গেলে ভাড়ার গরম, চাকরীর গরম, এরকম আরও কত গরম যে আছে। কিভাবে যে আমরা টিকে আছি এটা চিন্তা করলে মাঝে মাঝে অবাক লাগে। আমরা জাতি হিসেবে অনুভূতি শুন্য হয়ে পড়েছি। এখন আর কোন কিছুই আমাদের গায়ে জ্বালা ধরায় না। আগে গরম হলে মানুষ আল্লাহ্‌র কাছে প্রার্থনা করতো, গ্রামের মানুষ ‘মেঘ দে, পানি দে’ বলে গান গাইত...এখন আর ওরকম কোন কিছুই হয়না। সময় কই এত কিছু করার, আর দরকার ই বা কি? নিজেদের জন্যই আমরা সময় বের করতে পারিনা আবার অত ডং করার দরকার কি? এইতো আমরা যথেষ্ট ভালো আছি!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.