নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

ঈদ এর আনন্দ ও কিছু কথা.........

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৩

Talukder Murshed ভাইয়ার প্রতিষ্ঠান "অনাথ" এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবারের মত এবারো দুঃস্থ ও দরিদ্র কিছু মানুষের মাঝে পোলাওর চাল, মুরগি, সেমাই, চিনি বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। গতবার প্রায় ৩০০ দুঃস্থ মানুষদের মাঝে এভাবেই ঈদ এর আনন্দ ভাগ করে নেয়া হয়েছিলো। এবার টার্গেট আরও একটু বড়। আশা করছি এবার প্রায় ৪০০ দুঃস্থ মানুষদের মাঝে ঈদ এর আনন্দ পৌঁছে দেয়া যাবে। গতবারের মত এবারো আমাদের প্রতিষ্ঠান "FRENZ ASIA", "অনাথ" এর পাশেই থাকবে। তবে এত বড় উদ্যোগ শুধুমাত্র এক-দুইজন কে নিয়ে সফল করা সম্ভব না। সেজন্য সবার একটা মিলিত চেষ্টা থাকা দরকার। আর সে তাগিদেই আমি আমার সব ফেইসবুক বন্ধুদের বলছি, তোমাদের সাহায্য আমাদের খুব প্রয়োজন। তোমাদের সামান্য একটু সহযোগিতাই পারে ওই দুঃস্থ মানুষদের মুখে কিছুটা হাসি ফিরিয়ে দিতে। বেশী কিছুনা, তোমাদের ফিতরার টাকার কিছু অংশ, বা যাকাতের টাকার কিছু অংশ, অথবা যে কোন পরিমান অনুদান হলেই এই প্রোগ্রামটিকে কিছুটা হলেও সফলতা দেবে। ২৭শে রমজানে সবার সহযোগিতায় এই মহতি কাজটি হবে। সবার সহযোগিতা কামনা করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.