![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
স্বাধীনতার ৪৩ টি বছর পার হয়ে গেছে......... আমরা একটি স্বাধীন দেশও পেয়েছি। কিন্তু স্বাধীনতাপন্থী ভাবনার মানুষ এই দেশে আছে কতজন??? এখনো মানুষ ভাবে ৭১ ছিল গণ্ডগোলের সময়, নাস্তিকদের ইসলামের বিরুদ্ধে যুদ্ধের সময়, দেশটাকে হিন্দুয়ানিতে পরিনত করার সময়......এমন আরও কত কি!!! এখনো চিন্তা-ভাবনায় উদিত তরুণ রাজাকাররা ভাবে মওদুদি মতবাদই পারে ইসলাম বাঁচাতে, এমনকি তারাই নাকি ইসলাম ধর্মের একমাত্র ধারক এবং এদের সমর্থনে গলা ফাটায়......৭১ এর ঘাতকদের হিরো বানিয়ে আবেগ তৈরি করে যেন ৭১এর গণহত্যা কিছুই ছিলনা!!! কি বিচিত্র তাদের চিন্তা, কত বিচিত্র তাদের আবেগ!!! যদিও আমরা আজ স্বাধীন দেশের মানুষ.........কিন্তু ওই দেশদ্রোহী ও তাদের বংশোদ্ভূত এবং এই নব্য চেতনার রাজাকাররা যতদিন পর্যন্ত দেশ থেকে দূর না হবে ততদিন পর্যন্ত স্বাধীনতার আনন্দ সবসময়ই হুমকির ভেতরে থাকবে......! তবুও এতো হতাশার মাঝে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!!
©somewhere in net ltd.