![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
টিভি অন করলে প্রথমেই দেখি কোন চ্যানেলে হিন্দি মুভি হয়......নতুন হিন্দি মুভি রিলিজ হইলে কে আগে দেখছে, কয়বার দেখা হইছে তার কম্পিটিশন পইড়া যায়...... হিন্দি গান ছাড়া তো ভাতই হজম হয়না............রাস্তা পার হবার সময় কানে হেডফোন লাগাইয়া হিন্দি গান শুনতে শুনতে গাড়ির তলে চাপা পরি......বিয়া বা যে কোন অনুষ্ঠানের সময় তো কোন কথাই নাই, হিন্দি গান লাউড স্পিকারে সারারাত না বাজাইলে ঘুমই হালাল হয়না.........আর ইন্ডিয়ান কোন শিল্পী বাংলাদেশে কনসার্টে আইলে তো আরও মাস্তি বাইড়া যায় টিকিট কেননের লইগা......আর সিরিয়ালের কথা বাদ দিলাম, মুখে তো হিন্দি প্রাকটিস আছেই। তাইলে সারাবছর এতো হিন্দি ভালোবাসা শো কইরা আজকে একটা দিনেই হিন্দি পচাইতে হইবো??? কই সারা বছর কোন ভালো একটা বাংলাদেশি শিল্পীর গান লইয়াতো কেউ মাতামাতি করেনা!! এতো পচানির দরকার নাই.....................সকালে ঘুম থিকা উইঠাই আবার আগের প্রাকটিসেই ফিরা যাইতে হইবো!
২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
এম আই এইচ রাজন বলেছেন: আপনার কথার জন্য ধন্যবাদ। এখন আমারটা শুনুন: কিছ কুলাংগার ছাড়া এখন কেউ আর ইন্ডিয়ান কালচারাল পছন্দ করে না। আজ আমাদের ( বস,লিজেন্ড )বাচ্চু ভাই, মাইলস, পার্থরা (অবশ্যই আমরা)যেভাবে অপমান হল, তখন কোথায় ছিল আপনার এসব উলংগ লেখা? জাতি হিসেবে কেন আমরা এত নিলজ্জ????
১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৪
জীেকা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার কথা, আবেগ সবই ঠিক আছে। কিন্তু আমি কিন্তু কাউকে অপমান করার বা আঘাত করার জন্য কথাগুলো বলিনি। উদ্দেশ্য ছিল এটাই জানানো যে, আমাদের যখন দাঁতে ব্যাথা হয় তখন আমরা সেই দাঁত ব্যাথা ভিতরে রেখে সেই দাঁতটির সর্বনাশ করে ফেলি। আজ যে এরকম কিছু হবে সেটা অনুমেয় ছিল। আমরা কি পারতাম না একন অথবা এ আর রহমানের কনসার্টের টিকিটের জন্য লাফালাফি না করতে? অথবা মাইলস বা এল আর বিকে আনার জন্য বিসিবিকে কোন স্মারকলিপি দিতে? অথবা পুরো অনুষ্ঠানটি দেশীয় ঐতিহ্যে ভরে দিতে? কেন করিনি আমরা???? আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন! @এম আই এইচ রাজন
৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪২
জীেকা বলেছেন: আশা করি সরকার সমর্থিতর কেউ আগামীকালের ভেতর প্রেস রিলিজ দিয়ে বিসিবিকে ধন্যবাদ জানাবে @রাজীব
৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১
শামস৭১ বলেছেন: আসেন তাহলে ইন্ডিয়ানদের পিছন পাসটা ভাড়া দিয়ে দেই ? কি বলেন ?
তাদের গান শুনি, তাদের মুভি দেখি তাই তাদেরকে সব কিছু করার অধিকার দিয়ে দেই ।
আই এইচ রাজন বলেছেন:কিছ কুলাংগার ছাড়া এখন কেউ আর ইন্ডিয়ান কালচারাল পছন্দ করে না।
আপনি যাদের কথা লিখেছেন তারা কেউ প্রতিক্রিয়া দেখাই নি, দেখাবেও না । দেখবে তারাই যারা ঐ সমস্ত কুলাঙ্গারের অন্তভুক্ত নয় ।
বোঝা গেছে বিষয়টা ?
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৮
জীেকা বলেছেন: ভাই, রাজন যেটা বুঝাতে চেয়েছেন সেটা না বোঝার কিছু নেই। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি সেটা হয়তোবা আপনি এবং রাজন দুজনেই মিস করে গিয়েছেন। কাউকে আপনি তখনি ভালো হতে পরামর্শ দিবেন যখন আপনি নিজে ভালো। আমাদের বাংলাদেশীদের জাতিগত কিছু সমস্যা আছে। যা ভালো তা আমরা কখনো নিতে পারিনা। কাজেই আগে নিজেদের ঠিক হওয়া উচিত। আপনি দেখেন আগামী কাল সকাল থেকেই যারা আজকের প্রোগ্রামটাকে প্রতিবাদ করে স্ট্যাটাস অথবা লেখা লিখেছেন কালকে কি করে? আমি চেয়েছি এই লোকগুলোকে টার্গেট করে লিখতে। সব কথা কেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমি যেমন রাজন অথবা আপনার কথা বুঝতে পেরেছি, সেটা আপনাদেরও বঝা উচিত।
৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫০
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: পাকিস্তানীরা যেইটা পারেনাই,ভারতীয়রা তা পেরেছে! ইন্ডিয়া কখনো বলেনি যে হিন্দী ই হবে আমাদের রাষ্ট্রভাষা কিন্তু তারা আমাদের মেডিয়া কন্ট্রোল করে ফেলেছে ; আজ তাই ছেলে মেয়েদের কাছে হিন্দী বলাটাই একটা স্মার্টনেস!
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩০
জীেকা বলেছেন: এটা স্মার্টনেস কিনা জানিনা তবে তারা যে বেকুবনেস ফোবিয়াতে ভুগছে এটা নিশ্চিত। পরিবার থেকে শিক্ষার একটা ব্যাপার আছে। আর ব্যাক্তিগত মূল্যবোধ যদি নাই থাকে তাহলে এটা হতেই থাকবে!
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৫
রাজীব বলেছেন: কোন উর্দু গান পরিবেশন না করার জন্য আমরা কি বিসিবি কে ধন্যবাদ জানাতে পারি না?