![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
আপনি যদি ভালো কোন কাজ করে থাকেন এবং তাতে যদি কারো উপকার হয় তাহলে সেই কাজের ক্রেডিট আপনি নিশ্চিতভাবে পেয়েই যাবেন তাতে যার উপকার হলো সে স্বীকার করুক অথবা নাই করুক। কারণ আপনিতো জানেন আপনি তার জন্য কি করেছেন অথবা যাদের মাধ্যমে সে উপকৃত হয়েছে তারা তো জানে যে উপকারটা আপনিই করেছেন। কিন্তু কথা হলো, উপকারের কথা ঢাক-ঢোল পিটিয়ে বলার কি দরকার আছে? আপনি কাউকে বিপদের সময় সাহায্য করে তাকে বাঁচিয়েছেন অথবা তার চাকরির দরকার ছিল তাকে সেটা দিয়েছেন...... কিন্তু সেটা জনসম্মুখে ঢাক-ঢোল পিটিয়ে বললে আপনার সম্মান কি বাড়বে? সমাজে এমন কিছু মানুষ আছে যারা এভাবে নিজের ঢাক-ঢোল পিটিয়ে বেড়ায়। ফেইসবুকের সুবাদে এই সুবিধা আরো বেড়ে গিয়েছে...... কোথায় মানুষ তার গুনের কথা বলে তাকে বড় করে তুলবে, তা না করে নিজের ঢোল পিটিয়ে নিজেকে বড় মানুষ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিছু তেল দেওয়া মানুষ তার এই গুণকে তেল দিয়ে চরম তৈলাক্ত করে ফেলে যার কারণে সে বুঝতে পারেনা সে যে কি করছে! তো ভাই, প্লীজ এই ধরণের নিজ গুণ গাওয়া বন্ধ করুন, মেনে নিতে চেষ্টা করুন মানুষ যাকে বড় বলে সেই বড় আর ব্যর্থ হলে মানসিক ডাক্তার দেখান!!! (যারা বিখ্যাত হয়েছেন বা ভালো সম্মান অর্জন করেছেন তারা কখনোই নিজের গুণ নির্লজ্জের মত গাননি!!!)
©somewhere in net ltd.