![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
আমরা বাংলাদেশীরা জাতি হিসেবে দাম প্রিয়, হুজুগ প্রিয়, নাম প্রিয় আরও কত কি!!! প্রতিবার কোরবানির সময় আসলেই আমরা ঢাক-ডোল পিটিয়ে গরুর দাম বলি, দাম নিয়ে আবার গর্ব ও করি, ওর থেকে আমার গরুর দাম বেশী এটা ভেবে সুখও পাই। আর এবার তো এই গর্ব আর সুখানুভূতি যে কোন সময়ের থেকে মাত্রা ছড়িয়ে অসহনীয় মাত্রায় যেয়ে ঠেকে গেছে। বিশেষ করে ফেসবুকে গরুর সাথে কাউফি, গরুর ছবি তুলে তাতে আবার ফটোশপের কাজ করে রং চড়ানো, দাম নিয়ে অহংকার ব্যাপারগুলো অস্বাভাবিক মাত্রায় যেয়ে ঠেকে গেছে। একটা টিভি চ্যানেলে কাউফি তুলে পাতায়া যাবার অফার পর্যন্ত করা হচ্ছে। রবি গরুর কাউফি নিয়ে গান বানিয়ে ছেলেমেয়েদের কাউফি তুলতে উৎসাহ দিচ্ছে। রোজা মকরুহ কিংবা হাল্কা হবার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যা রমজান মাসে মোটামুটি ভালোভাবে হাইলাইটেড হয়। কোরবানির সময়ে ফেসবুকে যে ভার্চুয়াল বাড়াবাড়ি চলছে তাতে কি কোরবানি হালকা হয়ে যায় না?
০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৩
জীেকা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। আপনাকেও ঈদ এর শুভেচ্ছা এবং ঈদ মোবারক!
২| ০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫
রিফাত হোসেন বলেছেন: কথা মানতে পারলাম না, সবাই এক নয়।
মানুষ চেষ্টা করে যত সস্তায় পারে কেনে, বোঝাতে চেষ্টা করে দামে আমরা জয়ী হয়েছি বা দামটি সঠিক ছিল, কোরবানী বলে উচ্চদরে ক্রয় করা হয়নি বা ঠকা হয় নি। যদিও এটি আল্লাহ্ এর উদ্দেশ্য এ।
.........আপনার থিউরী
০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩
জীেকা বলেছেন: সবাইকে এক পাল্লায় তো কখনোই মাপা সম্ভব নয় এবং সব সময় যে একটা বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে বলতেই হবে এমন কোন কথা নেই। আমি যাদেরকে উল্লেখ করে বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন কিনা সেটাই বড় কথা!!! কোরবানি তো আত্মত্যাগের যেখানে জয়-পরাজয় কোনদিন মুখ্য হতে পারেনা। আর জয়-পরাজয় যদিই ফ্যাক্টর হয় তাহলে আর কিছুই বলার থাকেনা!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: একমত ।
ঈদ মুবারক ভ্রাতা