![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
রাত ১২.০০ টা বাজার সাথে সাথেই নতুন একটা বছরের সুচনা হয়ে গেলো......। আগের দিনটার সাথে হয়তোবা কিছুটা পার্থক্যও আছে, ঘটা করে পালন করা হচ্ছে, আতশবাজি পোড়ানো, ফানুশ উড়ানো, বারবিকিউ পার্টি, কোথাও অ্যালকোহল পার্টি, গান-নাচ কিংবা ফোনে ফিসফিস করে যে যার মত করে ২০১৫ সালটাকে বরণ করে নিচ্ছে......! যদিও অনেক কিছুই করা হচ্ছে ২০১৫ কে বরণ করার জন্য কিন্তু আমিই হয়তো একমাত্র কিংবা কিছুজনের মধ্যে একজন যে এখনো ২০১৫ কে বরণ করার জন্য কিছুই করিনি......... চিন্তা করছি কালকে দিনটা আমার কিভাবে কাটবে? কালকের দিনে আমি আমার সেল আরো কিভাবে বাড়াবো? আমার দিনগুলোকে কিভাবে আমি বদলে দিবো? আমি কিভাবে আরো বেশী প্রফেশনালিজম গ্রো করবো? এমন না যে এইসব চিন্তা করি বলে আমার ভেতর আনন্দ-উৎসবের ভাটা পড়েছে...... কিন্তু বয়সের সাথে সাথে এসব চিন্তাও আমার মধ্যে এসে যেতে বাধ্য হচ্ছে...... আর যাই হোক, লাইফটা তো একটা প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম...... সে কাউকেই ছাড় দিতে চায়না, যেমনটি দেয়নি আমাকে......! তবুও সবার জন্য ২০১৫ সালটি বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ। হ্যাপি নিউ ইয়ার ২০১৫!!!
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮
জীেকা বলেছেন: জবাব দিতে দেরি হয়ে গেলো...... তবুও শুভ হোক ইংরেজি নববর্ষ !
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: শুভ ইংরেজি নববর্ষ