![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
আমাদের এলাকাগুলো মনে হয় এমনই ............ প্রতি সপ্তাহে শুক্রবার দিন আসার আগে বৃহস্পতিবার হতেই শুরু হয়ে যায় লাউড স্পীকারে গান যেখানে বাংলা, হিন্দি (আধিপত্য বেশী থাকে), ইংলিশ (সংখ্যায় কম) এমন কিছু নাই যে শোনা যায় না। লাউডস্পীকারের আওয়াজ যে কারোরই শ্রবণসীমার মাত্রা অতিক্রম করে ডাবল ওভার বাউণ্ডারি হয়ে যায়। তবে একটা বিষয় খুবই আশ্চর্যের, আমাদের এলাকায় প্রতি সপ্তাহে যত অনুষ্ঠান মানে বিয়ে, জন্মদিন হয় তত অন্য এলাকায় হয় কিনা সন্দেহ আছে......... প্রায় প্রতি সপ্তাহেই দুই-তিনটা এরকম অনুষ্ঠান লেগেই থাকে। অবশ্য এসব অনুষ্ঠান ছাড়াও বোনাস পাই হুজুরদের ধর্মকথা...... এইখানেও লাউডস্পীকারের আওয়াজ কারো বাঁধাই মানে না......। নো প্রবলেম কে অসুস্থ, কার পরীক্ষা, কার কি সমস্যা!!!
বিঃ দ্রঃ কোন বিয়ে, জন্মদিন এর অনুষ্ঠান না থাকলেও আমাদের এলাকায় এমনি এমনিই লাউডস্পীকারে গান-বাজনা করা হয়...... গান-বাজনার জন্য আমাদের কোন অকেশন লাগেনা...... আমরা অকেশন পয়দা করি...... তাই গান-বাজনা করি !
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
জীেকা বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
নিলু বলেছেন: লিখে যান