নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

মিথ্যার জয়ই অনিবার্য......

০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

মিথ্যার উপর ভিত্তি করে কিভাবে টিকে থাকা যায় তার আরো একটি নিদর্শন প্রকাশ করলো বি এন পি। বিজেপি নেতা অমিত শাহের সরাসরি অস্বীকৃতি এবং ভারতীয় হাই কমিশনের বক্তব্য এই মিথ্যা প্রমানের জন্য যথেষ্ট। সেই শুরু থেকেই বি এন পি মিথ্যার উপর ভিত্তি করে টিকে আছে, ছিল, এবং ভবিষ্যতেও হয়তোবা থাকবে...... আর কেনই বা থাকবেনা...... বাংলাদেশীরা জাতি হিসেবে অনেক মিথ্যাবিলাসী। সত্য নেওয়ার ক্ষমতা এদের নাই। জিয়া সলিডভাবে ক্ষমতায় এসেছে, সে স্বাধিনতার ঘোষক, তার গাঁজাখোর পুত্রের গাজাবি বক্তব্য, তার বেগমের ক্রমাগত দূর্বার আন্দোলনের ডাক দিয়ে ঘরে ঘোমটা দিয়ে বসে থাকা, হেফাজতের সাথে মিলে ইসলাম রক্ষার অভূতপূর্ব প্রচেষ্টা এবং অতঃপর ইজতেমার মুরুব্বীদের সাক্ষাতে অস্বীকৃতি, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মূর্খ কিছু বাংলাদেশীরা এখনো জিয়ার মাজারে যেয়ে মানত করে আসেন যেখানে বি চৌধুরি নিজেই যাননি এবং যার ফলে দল থেকে পদত্যাগও করেছিলেন, বাংলা-ইংলিশ ভাই বলে কেউ কোনদিন ছিলনা বলে নিজেদের ডিফেন্স করার প্রচেষ্টা......... এমন অনেক কথা আছে যেগুলো বলে শেষ করা যাবেনা অথচ তাদের যে মিথ্যার উপর বেইজমেন্ট এটা প্রুভ করার জন্য যথেষ্ট। আমাদের দুর্ভাগ্য কিছু শিক্ষিত মূর্খের জন্য, তাদের পলিটিকাল ইগোর কারণে, এবং যারা দেশ রক্ষার কাণ্ডারি হিসেবে দাবি করেন তাদের অযাচিত,নির্বোধ এবং অর্থলিপ্সার কারণে এইসব ব্যাপারগুলো বরাবরের মতই ঢাকা পড়ে যাচ্ছে এবং যেতেই থাকবে এবং সবশেষে মিথ্যার জয়ই অনিবার্য হবে



বিঃ দ্রঃ সমর্থক হিসেবে আমি যাইই সাপোর্ট করি, কখনো অন্ধভাবে বলিনি ওই বিশেষ দল যা করে তার সবকিছু ভালো, সবকিছু গ্রহণযোগ্য...... কিন্তু যারা এই দল বা মনোভাব পোষণ করেন তারা কখনো ঘুনাক্ষরেও স্বীকার করেন না ওই দলের দোষের কথা, ব্যর্থতার কথা...... কখনো ভাব করেন এমন যে ওই দল উনারা সমর্থনই করেন না............ অথচ মনের মধ্যে যে পুষে রেখেছেন আর সেটা উনি না বুঝলেও সবাই বোঝে এটা ভাবেন না...... আর এভাবেই উনারা ওই দলের মিথ্যাটুকুকে চাঙ্গা করে রেখেছেন!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

কলাবাগান১ বলেছেন: আমেরিকান কংগ্রেসময়ান দের সই জাল করে বিবৃতি দেয় বিনপি.......দেউলিওপনা ও ডেসপারেট বিনপি???

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২

নিলু বলেছেন: লিখে যান

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

জীেকা বলেছেন: :)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

মতিউর রহমান মিঠু বলেছেন: মি.জীেকা, বি:দ্র: দিয়ে খুব চেষ্টা করলেন নিজের ঢোল বাজিয়ে মিউচিয়াল সাজতে, কিন্তু দুর্ভাগ্য আপনার ল্যাজ আগেই বেরিয়ে গেছে।

''সেই শুরু থেকেই বি এন পি মিথ্যার উপর ভিত্তি করে টিকে আছে, ছিল, এবং ভবিষ্যতেও হয়তোবা থাকবে...... ''
আপনি বর্তমান ক্ষমতায় যারা আছে তাদের ব্যাপারে কিছুই বললেন না, তার মানে তারা ধোঁয়া তুলশী!!
চোখে টিনের চশমা পরে আর কানে তুলা গুঁজে ২ কলম লিখলে শুশীল বা জ্ঞাণী কিম্বা নিরপেক্ষ হওয়া যায় না ভাইজান। সমালোচনামুল লেখাতে সব দলের ভাল/মন্দ নিয়ে করা উচিত যা আপনার লেখায় দৃষ্টিকটু ভাবে অনুপস্থিত। তাই ঐ ''বি:দ্র:'' লেখা কথাগুলো হাস্যকর হয়ে দাড়িয়েছে।

অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো, ভাল থাকবেন।

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৬

জীেকা বলেছেন: জনাব মিঠু সাহেব, পুরো বিষয়টাই ছিলো বি এন পি-কে নিয়ে…… তাই অন্য কারো প্রসঙ্গ আনা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে। আমি এটাও স্বীকার করে নিয়েছি “যে সমর্থক হিসেবে আমি যাইই সাপোর্ট করি, কখনো অন্ধভাবে বলিনি ওই বিশেষ দল যা করে তার সবকিছু ভালো, সবকিছু গ্রহণযোগ্য।“ এই লাইনটা আপনি বোঝার চেষ্টা করলে আর কোন কিছু আপনার বোঝার প্রয়োজন হতো না।

আর বিঃ দ্রঃ এর কোথাগুলো তাদের উদ্দেশ্যেই বলা যারা আসলে ওই মানসিকতার এবং তাই আমি বিঃ দ্রঃ এ বলেছি। এখানে আমার নিরপেক্ষতা, স্বার্থপরতার, লেজ বের হবার কিছু নাই......।

আপনার জন্যও ধন্যবাদ ও শুভ কামনা রইলো, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.