নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

বাচ্চা-পোলাপান থাকার সুবিধা!!!!

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

ঘরে একটা ছোট বাচ্চা-পোলাপান থাকার সুবিধা অনেক.........! কিছু ভাঙলে, হারিয়ে গেলে, ছিঁড়ে গেলে এদের উপর দিয়ে চাপিয়ে দেওয়া যায়......... এর থেকেও বড় ব্যাপার অবশ্য তাকেই আগে এসব কর্মকাণ্ডের জন্য সন্দেহ করা হয়......। আমাদের বাসায় কিছু একটা হারালেই প্রথমেই ডাউট চলে আসে প্রায় তিন বছর বয়সী ভাগ্নের উপর...... আব্বার কলমটা খুঁজে পাওয়া যাচ্ছেনা...... কি ব্যাপার গেলো কই? না পাওয়া যাচ্ছে টেবিলের উপর, বা বইয়ের ভেতর তাহলে গেলো কই? এরপরেই চলে আসলো, এটা কি ইহান নিলো খেলতে? সে নিশ্চয় খেলতে খেলতে এমন জায়গায় ফেলে দিয়েছে যে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। বোনের চিরুনি নাই হয়ে গিয়েছে......... চিরুনি হোল্ডার, বাথরুম, খাটের নিচে তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া না গেলে মোটামুটি কনফার্ম হওয়া যায় এটা ইহানের কাজ। আর আমার ক্ষেত্রে অবস্থাতো আরো ভয়াবহ। কোথায় কি রেখে গেলাম অনেক সময় মনে থাকেনা......... বাসায় ফিরে তো চিল্লাচিল্লি শুরু, ভাগ্নেটাকে জিজ্ঞেস করি, তুমি আমার হেডফোনটা কি করেছো? কোথায় রেখেছো? তখন ও খুব সুন্দর করে বাচ্চা বাচ্চা কণ্ঠে বলে, আমি নিনাইতোওওও...... আম্মু নিসে... নানু নিসে...... মামা নিসে......! এতোটুকুই তাঁর বলার দৌড় কারণ এখনো কথা পুরোপুরি ফোটেনি। যদিও অনেক সময় সে ভিক্টিম হয়ে যায় তাঁর দোষ না থাকা সত্ত্বেও, তখন আর আফসোসের সীমা থাকেনা। মনে হতে থাকে, আহারে বাচ্চাটাকে অযথাই সন্দেহ করা হলো!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.