নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

প্যারায় প্যারায়......

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

বাংলায় “প্যারা” বলে যে একটি শব্দ আছে আমি জানতাম না। বছর দুয়েক আগে এলাকার ছোট ভাইদের মুখ থেকে প্রায়ই এই “প্যারা” শব্দটি শুনতাম। ধীরে ধীরে বুঝতে পারলাম এর অর্থ। আভিধানিকভাবে কতটা শুদ্ধভাবে বুঝতে পেরেছি জানিনা তবে এটার অর্থ হতে পারে যন্ত্রণা বা প্রেশার অনুভব করা। কি আশ্চর্যের ব্যাপার, যে শব্দটি আজ থেকে কিছুদিন আগেও আমি জানতাম না, আজ এটাই আমার মুখে কথায় ক থায় চলে আসে! কেউ কিছু জিজ্ঞেস করলে বা ঝাড়ি দিতে গেলেই আগেই বলি, “ ভাই, প্যারায় আছি…… প্যারায় প্যারায় লাইফ শ্যাষ :P !”

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

শায়মা বলেছেন: খুবই বিচ্ছিরি শব্দ এটা প্যারা। তবে আমাদের যশোরেে ওদিকে প্যাড়াসন্দেশ বলে এক রকম সান্ডুইচ টাইপ সন্দেশ আছে সেটা খুবই মজাদার। আর আমার ধারণা সান্ডুইচ টাইপ কোনো মিনিং আছে প্যারা শব্দটার আর তাই প্রেসার বুঝাতে প্যারা কথাটা এসেছে। :P

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

জীেকা বলেছেন: প্যারার তাহলে একটা পজিটিভ দিক ও আছে...... আর সেটা হলো প্যাঁড়া সন্দেশ :D :D :D !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.