![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
অনলাইনে জার্সি বা কাপড়ের আইটেম গুলো সেল করা এবং তা ওভার ফোনে বোঝানো অনেক সময়ই কঠিন। তবুও আমরা চেষ্টা করি যথাসম্ভব যথাযথ তথ্য দিয়ে বোঝাতে। তবে কাপড় বা জার্সির সাইজের ব্যাপারে যথাযথ তথ্য থাকার পরও অনেকে অনেক সময় অদ্ভুত অদ্ভুত কথা বলে আমাদেরকে সাময়িক সময়ের জন্য বাকরুদ্ধ করে দেন। যেমন আজকে aponzone.com এর কাস্টমার কেয়ারে একজন ফোন দিয়ে বললো, "ভাই আমার বাংলাদেশের জার্সি লাগবে।" তো আমাদের Mohammad Abu Taher Saddam যথারীতি বললো, "ভাইয়া কোন সাইজের লাগবে একটু বলেন।" এইবার কাস্টমারের এপিক অ্যান্সার, "ভাই একটা তামিম ইকবালের সাইজের, একটা মমিনুলের সাইজের, আর একটা মাশরাফির সাইজের। ভাই দিতে পারবেন না?"
আমাদের সাদ্দাম বাকরুদ্ধ হয়ে গিয়েছিলো ওই সময়ে......... তাই ওই সময়ে তার কি অনুভুতি হয়েছিলো জানতে পারিনি। তবে তার কাছ থেকে ঘটনা শুনবার পর হাসি আর থামাতে পারিনি !
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১১
শাহরীয়ার সুজন বলেছেন: