![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
রাত যত বাড়ছে, সময়ের সাথে পাল্লা দিয়ে চোখের পাতা থেকে ঘুমও উধাও হয়ে যাচ্ছে। কি অদ্ভুত এক জীবন! তোমাকে ভুলবার জন্য সারাদিন নিজেকে পাগলের মত ব্যস্ত রাখি, চেষ্টা করি একটা মুহূর্তও যাতে তুমি আমার মনে চলে আসো। সারাটাদিন...... পুরোটা বেলা...... এক মুহূর্তের জন্যও মনে তোমাকে আসতে দেই না.........। মনে হয়, তোমাকে মনে করলেইতো মন চাইবে তোমার কাছে ছুটে যেতে...... তোমাকে ছুঁয়ে দেখতে...... জড়িয়ে ধরতে...... তোমাকে স্পর্শের ছোঁয়া পেতে......... আর তাইতো কাজেই ব্যস্ত থাকতে চাই......... তোমাকে ভুলে থাকতে চাই.........। কিন্তু কি আশ্চর্য, রাত বাড়ার সাথে সাথে আমার সমস্ত অনুভূতি, স্বত্বা প্রবল হয়ে ওঠে তোমার জন্য! মনে হয় একটা ফোন করেই দেখি......... হাত নিশপিশ করতে থাকে ফোন করার জন্য......... ফোনে বারবার তোমার নাম্বারটি উঠাই, ডায়ালে চাপি, এবং সাথে সাথেই কেটে দেই...... কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়! আচ্ছা তোমারও কি এমন হয়? তুমিও কি এভাবেই ভাবো? তুমিও কি আমার মত করে আমাকে অনুভব করো? তোমার রাতগুলোও কি এভাবে নির্ঘুম কাটে? রাত আসলেই খুব অদ্ভুত......... পুরো পৃথিবীটাকে, মানুষগুলোকে একাকি করে ছেড়ে দেয়......... একাকীত্বে ভোগায়।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:১০
জীেকা বলেছেন: প্রেমে যখনি পড়ি, ততবারই কঠিনভাবেই পড়ি........ তবে একাকীত্বের সময়গুলোতে ঠিক এভাবেই ভাবি........!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:০১
কাঠ পাতা বলেছেন: কঠিন প্রেমে পরছেন...
....শুভ কামনা রইল।