![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
খুব ঘটা করে পান্তা-ইলিশ খাচ্ছেন...... খান! লাল পেড়ে সাদা শাড়ি বা লাল আর ফতুয়া বা সাদা অথবা লাল পাঞ্জাবী পড়ে বর্ষবরণে আমোদিত হচ্ছেন...... হন! মুখে আজ শুধুই রবীন্দ্র বা নজরুল গীতির জোয়ার আর হেডফোনেও কি তাই? আপনি বাঙ্গালী, আপনি একজন বাংলাদেশী এটা প্রুভ করার জন্য আজকেই সবকিছু একেবারে ঢেলে দিচ্ছেন তো যথাযথভাবে? আগামিকাল-পরশু অথবা তার পরবর্তী দিনগুলোতেও কি এভাবেই করবেন???
বিঃ দ্রঃ ঋণের বোঝায় ডুইবা আছি......... ভাই-ব্রাদার যারাই কিছু নেয় আমার কাছ থেকে পরে তাদের মনে করে আর ফেরত দেওয়ার নামও লয়না...... ফোন দিয়ে মনে করাইয়া দিলে নিজেরই লজ্জা লাগে, মনে হয় মাত্র ৬ মাস-১ বছর আগেই তো ডিউ নিছে...... এতো তারাতারি চাই কেন? যাই হোক, ইচ্ছা ছিলো অন্য সবার মত হালখাতা খুলে কিছু না পারি অন্তত হাওয়াই-মিঠাই খাওয়াইতে......... কিন্তু পারলাম না। পরের নববর্ষে দেখি কিছু করা যায় কিনা! আপাতত শুভ নববর্ষ ১৪২২!
©somewhere in net ltd.