নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

অকালেই যেন ঝড়ে না যায় আর কোন ক্রিকেটার.....

২১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২

দিনের খেলা শেষে সব ডিপার্টমেন্টে অবশ্যই সন্দেহাতীতভাবে বাংলাদেশ দল সফল............ তবুও কিছু প্রশ্ন থেকেই যায় দলের ইম্প্রুভমেন্টের খাতিরে। শহীদ এবং মুস্তাফিজ দুজনেই বাংলাদেশের জন্য দারুণ আবিষ্কার...... দুজনেই লাইন-লেংথ ঠিক রেখে বল করে উইকেটও পাচ্ছে......... কিন্তু সমস্যা হলো একজন আইডিয়াল ফাস্ট বোলারের যে কোয়ালিটিগুলো থাকা দরকার বিশেষ করে টেস্ট ম্যাচের জন্য যেমন প্রতি অভারেই অন্তত দুটি বাউন্সার, শর্ট বল, পেইস, এগ্রেসিভনেস এই ব্যাপারগুলো খুব মিস করি। বাংলাদেশ দলে এর আগেও প্রতিভাবান কিছু পেইসার এসেছে...... ভালোও করেছে......... অনেক ইম্প্রুভমেন্ট এর জায়গাগুলো তারা কাজও করেছে......... কিন্তু বরাবরের মতো বাউন্সার, শর্ট বল, পেইস, এগ্রেসিভনেস এইগুলো নিয়ে এখনও পর্যন্ত কোন লক্ষণীয় ইম্প্রুভমেন্ট নাই বললেই চলে। আমরা চাইনা পূর্বের মতন উদীয়মান প্রতিভাগুলো অকালেই ঝড়ে যাক, নির্বাচকগণ বা ক্রিকেটবোর্ড, বা কোন কোচ অথবা ক্রিকেট ফ্যানদের কাছে থেকে এই কথাগুলো যেন আর শুনতে না হয় যে, অমুক বোলারের বলে পেইস নাই, বাউন্স নাই, মুভমেন্ট নাই, ওর কোন গ্রেসিভনেস নাই, ওকে দল থেকে বাদ দেওয়া হোক অথবা তাঁর প্রয়োজন দল থেকে ফুরিয়ে গিয়েছে সেজন্য জাতীয় দল থেকে কিক আউট করা হোক!!! যদিও আগের থেকে অনেক পরিবর্তন এসেছে আমাদের ক্রিকেটে, অনেক অবকাঠামোগত পরিবর্তনও এসেছে...... তবুও মাঝে মাঝে আশংকা জেগে ওঠে, নতুন কোন কোচ বা নির্বাচক অথবা ওই নির্দিষ্ট প্রতিভাবান খেলোয়াড়টির পারফর্মেন্সে এমন কিছুতো হবেনা যেন তাঁর প্রতিভা আস্তাকুঁড়েই চলে যাবে!!!??? ............ শহীদ এবং মুস্তাফিজ এর মতন প্রতিভাবানদের আরও প্রপারলি টেইক কেয়ার করা হবে...... জয় হোক আমাদের ক্রিকেটের............।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.