নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরে মন যখন জাগলিনারে\nতখন মনের মানুষ এলো দ্বারে,\nতার চলে যাবার শব্দ শুনে, \nভাঙলোরে ঘুম,\nও তোর ভাঙলোরে ঘুম অন্ধকারে!!!

জীেকা

চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!

জীেকা › বিস্তারিত পোস্টঃ

কেমন লাগে..........

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:২১

কেমন লাগে ওই নবজাতকের যে পৃথিবীতে আসার সাথে সাথে মায়ের হাসিমাখা মুখ, গরম কোল থেকে বঞ্চিত হয়? ওর বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়?

কেমন লাগে ওই মায়ের যে নবজাতকটিকে পৃথিবীতে নিয়ে আসার সাথে সাথে জীবনসন্ধিক্ষণে চলে যায়? যে একটিবার নবজাতকটির মুখটি পর্যন্ত দেখতে পারেনি......... ১,২,৩,৪, করে ৭০ ব্যাগ রক্ত শরীরে নিয়ে বেঁচে থাকার আশা জিইয়ে রাখে......... কেমন লাগে ওই মায়ের যখন তার সবগুলো অরগ্যান নষ্ট হয়ে যায় শুধু চোখ দুটো নিথর খোলা থাকে?

এই নবজাতকটির জন্য কোনভাবেই মা'কে তার কাছে কি ফিরিয়ে দেওয়া যায়না??? কোন মিরাকল???

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৫

ওমেরা বলেছেন: সব আল্লাহর ইচ্ছা । আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন ।

২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪২

অতঃপর হৃদয় বলেছেন: আল্লাহ চাইলে ফিরিয়ে দিতে পারে।

৩| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওমেরা বলেছেন: সব আল্লাহর ইচ্ছা । আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন

কারো কোন সমস্যা ভাইয়া???

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

জীেকা বলেছেন: হ্যা ভাইয়া............ আমার এক ভাগ্নিকে গতকাল আই সি ইউতে দেখে আসলাম এই অবস্থায়......... আজ সকালেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন......... ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
দোয়া করবেন!!!

৪| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: দোয়া রইলো

৫| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২৫

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: :(

৬| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩১

মো: খায়রুল ইসলাম বলেছেন: আল্লাহ যা করে, মঙ্গলের জন্যই করে। যা করবে তাতেই খুশি থাকতে হবে।

৭| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: হুম খুব গভীর চিন্তার বিষয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.