নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের সাহিত্য\nবই বলতে আমি পাঠ্যবই এর বাইরে কিছু বুঝি না। বোঝাই যাচ্ছে গল্পের বইয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক। যা লিখি নিতান্তই মনের কথা প্রকাশ করতে। এতটুকুই আজ।

জিহাদ ফারুক

এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।

জিহাদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ_যখন_নাইলা_নাইম‬

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১


কম্বলের নিচে ল্যাপটপ টিপতেছিলাম । অন্য রুমে গান বাংলা চ্যানেলটা অন করা ছিল । আব্বু ঐ রুমে ঢুকেই চিল্লাচিল্লি , “বাংলা চ্যানেলে এইসব কি চলে? দেশ রসাতলে গেছে, জিহাদ এই চ্যানেল সরাবি বললাম । ” আমি কম্বল থেকে একটু মুখ বের করে শুনলাম , চলতেছে নাইলা আপার সেই গান
“ঠোঁট ”
বুঝা হয়ে গেছে । comment করার প্রয়োজন নাই । আস্তে করে আবারও কম্বলের নিচে গমন করলাম । তবে খুব বলতে ইচ্ছা করছিল
“নাইলার ছবি , নাইলার কাপড় ,
নহে ছবি, নহে কাপড় , দেখার মতন । ”

নতুন একটা ছবি দেখলাম তার, “রান আউট ”ছবির প্রমোশন হিসেবে তিনি তার ছবি দিয়েছেন । তার এই রান আউট করা ছবি দেখে এতদিনে বুঝলাম মুভির নাম “রান আউট ”দেয়া হয়েছে কেন ।

কয়দিন আগে যখন শীত নামল মাত্র তখন আমার id এর এক মহান ব্যক্তি নাইলা আপার ছবিতে লাইক মারল । সেই সুবাদে তার একটা ছবি দেখার সৌভাগ্য হয় । comment গুলোতে দেখি পোলাপাইন পচানি দিচ্ছে । আমি গিয়ে লিখলাম, “ভাইসব , দেশে সবাই যদি বেশি করে কাপড় পড়ে তাইলে দেশে তো কাপড়ের সংকট পড়ে যাবে । এই জন্য কেউ কম কাপড় পড়ে দেশের উন্নতি করতে সাহায্য করছে ।তাছাড়া কম কাপড় পড়ে গরীবদের প্রতি সমবেদনা জানাচ্ছেন ।তাই পচাবেন না ওনারে , আপনাদের পিলিজ লাগে ” তারপর থেকে দেখি আমাকে ban মারছে ।
দেখছেন, কত্তগুলা পচা !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

In2the Dark বলেছেন: :D :D মজা পেলাম :D

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

জিহাদ ফারুক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.