![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব জায়গায় নিজের মতামত জাহির করা বাঙ্গালীর( আমি নিজে ও বাঙ্গালী) আদি অভ্যেস। যা বলছি নিজ ও মানি না(মনে মনে) ,কিন্তু অন্যজন কে উপদেশ দেওয়ার ব্যপারে ( হে হে হে ) কে ঠেকায় তখন ! একবার ও চিন্তা করি না " আচ্ছা আমি যে উপদেশ দিচ্ছি , আমি নিজে মানি তো" অথবা " আচ্ছা , আমার মতামত যাকে দিচ্ছি , সে ব্যাপারটা কিভাবে নিবে" "যে ব্যাপারটায় মতামত দিচ্ছি , আমি ঐ ব্যাপারে কতটুকু অভিঞ্জ"...... মতামত দেওয়ার আগে কয়টা মানুষ চিন্তা করে ঐসব কথা (ঐরকম মানুষ খুব বেশি পাওয়া যাবে না…আমার বিশ্বাস)। মাঝে মাঝে মনে হয় এত কিছুর উপর সরকার প্রতিবছর ট্যাক্স বসায়, উপদেশ দেওয়ার উপর ট্যাক্স বসিয়ে দিলে অনতত কিছু মানুষের আজাইরা প্যাচাল শুনতে হতো না, সাথে সাথে সরকারের আয় হত মোটা অংকের রাজস্ব !! আইডিয়া মন্দ নয়, কি বলেন ???
কাল রাতে ফার্মেসী হতে আম্মার প্রেসারের ঔষুধ আনতে গিয়ে বিপত্তির শুরু। ডাক্তারের প্যাচানো হাতের লিখা বুঝতে না পেতে ১৫০এমজি ঔষূধ ৫০০এমজি নিয়ে এসেছি । বাসায় এসে আম্মার হাতে দিতেই, উঁনি সাথে সাথে ভুল টা ধরে ফেললেন। পালটে আনতে গিয়ে যতসব ঝামেলা !!
পাশে দাঁড়ানো সম্পূর্ণ অপরিচিত মধ্য বয়সী ভদ্রলোক কোন কারন ছাড়া উপদেশ দেওয়া শুরু করলেন …
ঃ আংকেল, ঐটা ৫০০লিখছে, প্রেসারের ঔষূধ ৫০০ এমজি হয়
ঃ আপনি কেমনে জানেন ?
ঃ আমি জানি আংকেল
ঃ ক্যাম্নে (কিছুটা বিরক্ত হয়ে জিঞ্জেস করলাম) আপনি Doctor না chemist ?
ঃ না আংকেল , আমি ঐগুলো কিছুই না
ঃ তা হলে না জেনে, শুধু শুধু কথা বলছেম কেন !
ভদ্রলোক কিছুটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, আমি বিরক্ত মুখে ঔষূধ টা হাতে নিয়ে হনহন করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮
ভেজাল মানুষ বলেছেন: আগে অনেকবার চেষ্টা করেছি ... ফলাফল শুন্য
মন্তব্য র জন্য অনেক ধইন্যা পাতা @ মহান অতন্দ্র
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৫
মহান অতন্দ্র বলেছেন: হুম সবাই মতামত দিতে পছন্দ করে । তবে অনেকসময় অন্যের মতামত উপকারেও যে আসে না তা নয় । আঙ্কেল কে আর একটু নরম ভাবে বুঝিয়ে বলতেন , অনেকসময় ভালোবাসা থেকে মানুষ বেশি উপদেশ দিয়ে ফেলে।