নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো কেন জানি দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে -এই কষ্ট বইবার নয় মাগো,মা ,মাগো,তোমাকে দেখতে খুব, খুউব ইচ্ছে করছে ,মা। আমার মা -
আমার প্রথম দর্শন আমার মা
আমার প্রথম ছোঁয়া আমার মা
আমার প্রথম কথা বলা সেটা মা
আমার প্রথম হাসি সেটাও মার জন্যে
আমার প্রথম কান্না সেটাও মার জন্যে
আমার প্রথম চুমু খাওয়া মার গালে
আমার প্রথম লাফালাফি সেটাও মার
কোলে
আমার প্রথম প্রেমে পড়া সেটা আমার
মা
আমার প্রথম ভালোবাসা আমার মা
আমার প্রথম মার খাওয়া সেটাও মার
হাতে
আমার পায়ের আঙ্গুলের নখ থেকে
চুলের শেষ পর্যন্তসব জায়গায় শুধু
মা"মা মা
মা তোমায় অনেক ভালবাসি।
©somewhere in net ltd.