![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৬ ই ডিসেম্বর বিজয় দিবস এবং আমার জন্মদিন। লাল, নীল,হলুদ,বেগুনি,আকাশী,গোলাপী,আর সাদার সাতটি রঙয়ের ৪৭০ টি গোলাপ,চামেলি,জুই, দোলনচাঁপা আর হাসনা হেনা ফুলের গাঁথুনিতে এক পুস্পিত মালার নির্মলতায় গতকাল যে ভালবাসা,স্রদ্ধা আর স্নেহের পরশ আমি পেয়েছি তা আসলে আমার যোগ্যতায় নয়, গ্লোবাল নেটওয়ার্কের কারনে আমার চেপে রাখা জন্মদিন টি আমার অগোচরেই প্রকাশিত হয়ে পড়েছিল প্রিয় বন্দুদের কাছে।এই দিনটি নিয়ে আমি কক্ষনোই উৎসাহী ছিলাম না, কারন জন্মেছি এই পৃথিবীতে আমার কোন কৃতিত্তে নয়,যেই মহান রবের করুনায় আমার প্রিয় পিতা-মাতার ঔরশে জন্ম আমার, তাদের জন্যই আমার আজকের সব কিছু।প্রিয় আব্বাকে হারিয়েছি আজ ২৪ টি বছর,আল্লাহ পাকের কাছে শুধু এতটুকুই প্রার্থনা করি, তিনি আল্লাহ্ যেন আমার আব্বাকে তাঁর আরশের নীচে জায়গা করে দেন।আর প্রিয় আমাজানের কথা শুনেইতো আমার দিনের প্রতিটি মুহূর্ত কাটে আর রাতে আম্মাজানের কথা শুনেই আমার ঘুম আসে।
ভেবেছিলাম,“একা একা ফুটতে দেখবো নিজের নিজেকে .....অথচ , হাতে দেবার কেউ নেই !মানুষ আদতেই একা , তার অনুভূতির মতই একা !”” ভাবছিলাম এই বলে যখন তখনি, প্রথম প্রহরেই প্রানপ্রিয় কন্যা তাঁর পর প্রানপ্রিয় পুত্র/স্ত্রী সহ একে একে উইস করতে লাগলো গ্লোবাল নেটওয়ার্কের সবাই।আপনাদের ই তৈরি করা “আমার জন্য এই রঙধনুর সপ্ত রঙয়ের গাঁথুনি মালা সযত্নে রেখে দিলাম আমার জনভুমির লাল সবুজের ৫৬ হাজার বর্গ মাইল ছারিয়ে ৭ টি মহাদেশের নীল আকাশের মাঝে আর সাগরের প্রতিটি ঢেউয়ের কাছে।“ফুল শুকালেও সে তো ফুলই, তার সৌন্দর্য হারালেও
গন্ধ বিলিন হয় না”
তাই বেঁচে থাকলে আবার এই মালা পরবো আগামী ১৬ ই দিসেম্বর-২০১৬ তে। সবাইর কাছে আবারো কৃতজ্ঞ।
©somewhere in net ltd.