নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসের ব্যস্ত সময় বয়ে যাচ্ছে সময়ের নিয়মে শ্যামল সবুজ বাংলার বহতা নদীর মত। সময়ের সাথে জীবনের অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু যার গেছে সেই জানে কিভাবে গেছে। আমি অন্তঃস্থল থেকে উপলব্ধি করি আমার আমিত্বকে, আমার জীবনে যাকে না পেলে পুরো জীবনটা অসমাপ্ত রয়ে যেত যা.

জিসান সালীম

জিসান সালীম › বিস্তারিত পোস্টঃ

সপ্নহীন জীবন যেখানে থেমে আছে প্রবাস জীবনের ১৫ টি বছরের মাঝে, প্রতিটি ভোর হয় আমার চোখের কোণে জমে উঠা শিশির বিন্দু ছুঁয়ে,

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

সপ্নহীন জীবন যেখানে থেমে আছে প্রবাস জীবনের ১৫ টি বছরের মাঝে, প্রতিটি ভোর হয় আমার চোখের কোণে জমে উঠা শিশির বিন্দু ছুঁয়ে, প্রতিটি দুপুর আসে আমার কপালের ঘাম মুছতে মুছতে,আর প্রতিটি বিকেল কিংবা সন্ধ্যা আসে ক্লান্তি আর অবশন্ন্যে,সেখানে সপ্ন দেখা কতটুকু মানায় আমাকে!তার পর ও সপ্ন দেখি সুন্দর এক বাংলাদেশ গড়ার।
প্রিয় এই দেশের জন্ন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের জন্য এখন অশ্রু বিসর্জন দেয়া এবং দোয়া ছাড়া আর কিছুই নেই দেবার। প্রত্যাশা, প্রিয় মাতৃভূমির নির্মল মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার প্রত্যাশায় অপেক্ষমান আমি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.