নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্নহীন জীবন যেখানে থেমে আছে প্রবাস জীবনের ১৫ টি বছরের মাঝে, প্রতিটি ভোর হয় আমার চোখের কোণে জমে উঠা শিশির বিন্দু ছুঁয়ে, প্রতিটি দুপুর আসে আমার কপালের ঘাম মুছতে মুছতে,আর প্রতিটি বিকেল কিংবা সন্ধ্যা আসে ক্লান্তি আর অবশন্ন্যে,সেখানে সপ্ন দেখা কতটুকু মানায় আমাকে!তার পর ও সপ্ন দেখি সুন্দর এক বাংলাদেশ গড়ার।
প্রিয় এই দেশের জন্ন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের জন্য এখন অশ্রু বিসর্জন দেয়া এবং দোয়া ছাড়া আর কিছুই নেই দেবার। প্রত্যাশা, প্রিয় মাতৃভূমির নির্মল মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার প্রত্যাশায় অপেক্ষমান আমি।
©somewhere in net ltd.