![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"""" হাসি ,আনন্দ, সৌভাগ্য আগামী বছরটা সর্বদা তোমার সাথেই থাকুক !
সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ , রাতের তারারা -- সবাই জড়ো হয়েছে
আজকেরই এই দিনে.........
সবকিছু হউক নতুন করে,সুখের স্মৃতিটুক থাক তোমারই কাছে
দু:খগুলো ঝরে যাক দুরে............অনেক দূরে ... দৃষ্টি সীমানার বাহিরে .....
জড়া জীর্ণ অতীতটাকে ফেছনে ফেলে নব উদ্দমে এগিয়ে চলুক তোমার আগামী .....
সকাল থেকে সন্ধ্যা ,জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যের পথ থেকে সরে যাবে না
নতুন এই দিনে এই হোক শপথ .............
আগামী আজ ডেকেছে তোমায় হাত বাড়িয়ে দাও!
জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !জন্মদিন শুভ জন্মদিন !! """"
""খোলে দাও ২৬ বছর ধরে বন্ধ থাকা সকল জানালা,
আলো আসতে দাও, বয়ে যাও তোমার সাধনার তরী।
ভয় নেই তোমার, আমি রয়েছি দাড়িয়ে সদর দরজায়
হয়ে তোমার অতন্দ্র প্রহরী""
""শারিয়ার ভাই ""
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯
জিসান সালীম বলেছেন: thanks
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
স্বৈতী ইসলাম বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)