![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
ছবিঃ ফেসবুক গ্রুপ থেকে
একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, যৌতুকের জন্য গৃহবধূ হত্যা এইসব খবর দেখতে দেখতে অসুস্থ হয়ে পরছি। পুরুষ হিসেবে পরিচয় দিতে ঘৃণা হয়, ঐসব পুরুষ নামধারি নরপশুদের নিজহাতে মেরে ফেলতে ইচ্ছা হয়। মনেহয় ওদের ধরে ধরে ২৬ টুকরা করে ফেলি।
কিন্তু এগুলো সব আবেগের কথা, আর আবেগ দিয়ে বাস্তবতা চলে না। আমরা বাংলাদেশী বা বাঙালীরা হুজুগে জাতি। আজকে ধর্ষণ নিয়ে পেপারে খবর পরছি, টিভিতে সংবাদ দেখছি, ব্লগে অনেকের কিবোর্ড ফাটানো-আগুনঝরা লেখা পড়ছি, আর নিজে জ্বালাময়ী কমেন্ট আর পোস্ট প্রসব করছি। সামু সহ অন্যান্য কিছু ব্লগে ধর্ষণ বিরোধী পোস্ট স্টিকি করা হয়েছে। কিন্তু কতদিনের জন্য ?
একসময় এই স্টিকি পোস্টের জায়গা দখল করে নিবে অন্য কোন পোস্ট, নির্বাচিত পাতায়ও ধর্ষণ বিরোধী লেখা খুঁজে পাওয়া যাবে না। এটাই বাস্তবতা।
তাহলে কি আমাদের মা-বোন-বউ সবাই ধর্ষিত হতেই থাকবে ? আর আমরা কি-বোর্ড ফাটিয়েই আমাদের দায়িত্ব-কর্তব্য শেষ করব ?
সময় এসেছে আমাদের রাজপথে নামার। ধর্ষণ করছে কোন না কোন পুরুষ, আর এর প্রতিবাদে রাজপথে নামতে হবে পুরুষদেরই।
কিন্তু আমি একা রাজপথে নেমে কি করবো ? দায়িত্ব এড়ানোর জন্য অনেকের প্রশ্ন। প্রশ্নটা আমারও, কিন্তু দায়িত্ব এড়ানোর জন্য নয়।
ছোটবেলায় “একতাই বল” গল্পটা সবাই পড়েছেন আশা করি। আমাদের একতাবদ্ধ হতে হবে। দেশের বিভিন্ন স্থানে অসংগঠিত ভাবে অনেকে প্রতিবাদ করছেন, মানববন্ধন হচ্ছে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে প্রতিবাদের চেয়ে একটা সংগঠনের অধীনে এসে প্রতিবাদ করা উচিত। ধর্ষণ বিরোধী একটা সংগঠন ঘোষণা করা হোক, যারা ধর্ষণের বিরুদ্ধে যতদিন “৯০ দিনের মধ্যে ফাঁসি”র আইন প্রণয়ন না হবে ততদিন প্রতিবাদ করে যাবে।
সমাজ সচেতনতার কোন বিকল্প নেই, শুধুমাত্র আইন প্রণয়ন করে হবেনা। যেই দেশের আইনে ধর্ষকদের ফাঁসির কথা লেখা আছে সেখানেও ধর্ষণ হয়, হয়ত তা সংবাদে আসে না। সুতরাং, নারী-পুরুষ সবাইকে সচেতন হতে হবে।
অশ্লীলতা, পর্ণমুভির সহজলভ্যতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। গুলিস্তানের ফুটপাতে পর্ণ সিডির পাইকারি মার্কেট, মহল্লার সিডির দোকানের পর্ণ সিডি বিক্রি বা ভাড়া, সিনেমাহলে “এক টিকিটে দুই ছবি” দেখানো সম্পূর্ণ রুপে নিষিদ্ধ করতে হবে।
আইন করে ইন্টারনেটের ফ্রি পর্ণ সাইটগুলো বন্ধ অথবা পেইড করার ব্যাবস্থা করতে হবে।
কিন্তু সর্বোপরি এই দাবীগুলো সরকারের সামনে তুলে ধরতে হলেও একটা সংগঠন অতি জরুরী। আগামি ১১/০১/১৩ তারিখে আলোর মিছিল হবার কথা আছে। আশা করি সেদিন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আমরা যারা দেশের বিভিন্ন স্থান থেকে ধর্ষণের প্রতিবাদ করছি, যারা ফেসবুকে বিভিন্ন প্রতিবাদী গ্রুপের এডমিন আছেন তাদেরকে বলছি, আসুন আমরা একত্রিত হই, আমাদের প্রতিবাদ টাও তাহলে জোড়ালো হয়ে উঠবে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
জাকারিয়া মুবিন বলেছেন: ইনশাআল্লাহ্।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রতিবাদী হব, থামিয়ে দেব এমন অনাচার!!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ। সাথেই আছি।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
s r jony বলেছেন: "আমি" ও "আমরা" সিধ্যান্ত নিয়েছি এই প্রতিবাদ অব্যাহত রাখব বলে, "আপনি" ও "আপনারা" পাশে থাকলেই সম্ভব।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
জাকারিয়া মুবিন বলেছেন: পাশেই আছি, থাকবো ইনশাআল্লাহ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
জাকারিয়া মুবিন বলেছেন: বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা চলবেনা, বন্ধ হোক।
সহমত।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
মাক্স বলেছেন: বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা চলবেনা, বন্ধ হোক।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
জাকারিয়া মুবিন বলেছেন: সহমত।
আসছেন তো?
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
যুবায়ের বলেছেন: ধর্ষকদের শাস্তি প্রকাশ্য জনসন্মুখে দেয়া হোক যাতে করে মানুষ শাস্তির ভয়ে এমন নিকৃষ্টতম কাজ না করে। আর ধর্ষনের মামলা দ্রুত বিচার ট্রাইবুনালের আওতায় করা হোক।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
জাকারিয়া মুবিন বলেছেন: ঠিক বলেছেন। একমত।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
খোরশেদ জয় বলেছেন: ধর্ষকদের লিঙ্গ কেটে ফেলার আইন করা হোক ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
জাকারিয়া মুবিন বলেছেন: মৃত্যুদণ্ড ছাড়া আর কোন শাস্তি নাই। ৯০ দিনের মধ্যে মৃত্যুদণ্ড চাই।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
সুখী চোর বলেছেন: মৃত্যুদণ্ড ছাড়া আর কোন শাস্তি নাই। ৯০ দিনের মধ্যে মৃত্যুদণ্ড চাই।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
জাকারিয়া মুবিন বলেছেন: সম্পূর্ণ সহমত।
অ:ট: নারায়নগঞ্জে একটা প্রতিবাদ মূলক কর্মসুচি হাতে নেয়া উচিৎ।
৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
আমিনুর রহমান বলেছেন: পাশেই আছি, ছিলাম আর থাকবো ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
জাকারিয়া মুবিন বলেছেন: ভাই, আপনার পোস্ট পড়লাম।
একতাবদ্ধ না হলে কিছু হবে বলে মনে হয়না। স্টুডেন্ট লাইফে ভাই অনেক করছি।
কোনটাই ফলপ্রসূ করতে পারিনাই। তাই ভরসা পাই না।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
শিশু বিড়াল বলেছেন: আমিও এরকম ভাবছিলাম। তবে বাংলাদেশে যতদিন সুলভে সবরকমের পর্ন জাতীয় বিষয় অব্যাহত থাকবে ও বিশেষ করে পুরুষদের মানসিকতা পরিবর্তন না হবে, ধর্ষন কমবে বলে মনে হয়না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ ব্লগে আসার জন্য।
পুরুষের মানসিকতার সাথে সাথে নারী-পুরুষ নির্বিশেষে সবার সচেতনতা দরকার।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আসছি আপনি আসছেন তো ?