নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু চেয়েছিলাম, আর চাইবো বলে ভেবেছিলাম, সবকিছু হারিয়ে গেছে শেষ পথটার বাঁকে.....

যুবায়র

যুবায়র › বিস্তারিত পোস্টঃ

আমার খেলা কিছু এন্ড্রয়েড গেমস। আশাকরি ভালো লাগবে।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর যে গেম পছন্দ করে না। কিন্তু এতোগুলো গেমের ভিতর ভালো গেমস খুঁজে পাওয়া একটু কষ্ট সাধ্য ব্যাপার। আর যাদের লিমিটেড নেট তাদের জন্য তো আরও সমস্যা। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের খেলা অসাধারন কিছু এন্ড্রয়েড গেমস।, আশাকরি কেও নিরাশ হবেন না। :)







Cut The Rope



অদ্ভুত নেশা ধরানো একটি গেম। খুবই সাধারণ অথচ দারুন চ্যালেঞ্জিং । অনেকটা ধাঁধা গোত্রের এই গেমটি। মূল উদ্দেশ্য ‘ওম নম’ নামের একটি প্রাণীকে খাওয়াতে হবে দড়ি দিয়ে ঝোলানো তার পছন্দের ক্যান্ডি। গেমের যতই ভেতরে যাওয়া যায় চ্যালেঞ্জ ততই বাড়তে থাকে।







Fruit Ninja :



একটি ক্ল্যাসিক টাইপ এন্ড্রয়েড গেইম। এ পর্যন্ত ১০০ মিলিয়নের বেশিবার ডাউনলোড হয়েছে এই গেমটি। বুঝতেই পারছেন, পপুলার তো আর এমনি হয়নি। Fruit Ninja খেলে নাই বা এই গেম টির নাম শুনে নাই এমন অ্যান্ড্রয়েড ইউজার হয়ত খুঁজে পাওয়া যাবে না।







Temple Run :



টেম্পাল রান অতি পরিচিত একটি গেম। এই গেইমটি হয়তো আপনারা সবাই কমবেশি খেলেছেন এবং এখনো এটি যথেস্ট জনপ্রিয় একটি গেইম। এর অনেক গুলো ভার্সন আছে।







Asphalt 8: Airborne :



রেসিং গেম যারা পছন্দ করেন তাদেরকে তো আর Asphalt গেমটির সাথে পরিচয়করে দিতে হবে না। আমার খেলা সবচে ভালো রেসিং গেম এটি। এর গ্রাফিক্স কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে। দিব্যি মজা করে খেলা সম্ভব এই গেইমটি, তবে মোবাইল কনফিগার একটু ভালো হতে হবে।







Real Steel :



আপনারা হয়ত গেমটি খেলে থাকতে পারেন, আর যদি না খেলে থাকেন তাহলে মজার একটা জিনিস মিস করছেন। ফাইটিং জগতের গেইমটি পরিচালনা করতে হয় রোবট দিয়ে। আমি খেলে মজা পেয়েছি তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম।







Grand Theft Auto : Vice City :



পিসি ভার্সন থেকেই আমি এই গেমের দারুন ভক্ত। সারাদিন পার করে দিতাম এই গেম খেলে। তারপর আবার আন্ড্রয়েডে পেয়ে তো আবার শুরু।







Wild Blood :



অসাধারন এই গেমের গ্রাফিক্স আর স্টোরি লাইন যা আপনাকে মুগ্ধ করবে। পুর গেমে অনেক আডভেঞ্চারাস স্টেজ আছে যেগুলো আপনাকে পার করতে হবে।







Modern Combat 4: Zero Hour :



অসাধারন, অসাধারন, অসাধারন। আর কিছুই বলার নাই এই গেমের বেপারে। আদ্ভুত গ্রাফিক্স আর মিশন আপনাকে মুগ্ধ করতে বাধ্য।



উপরে যে সব গেমের কথা বললাম তার মধ্যে শুধু প্রথম তিনটা গেম লো কনফিগারে চলবে অর্থাৎ ৫১২ র‍্যাম। আর বাকিগুলর জন্য অবশ্যয় ১ জিবি র‍্যাম লাগবে। আমার Walton NX এ গেম গুলো খেলি। দুর্দান্ত পারফর্মেন্স। :D





ঘুরে আসতে পারেন নতুন এই সাইট থেকে। ভালো লাগবে।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: ডাউনলোড লিংক কই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.