নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু চেয়েছিলাম, আর চাইবো বলে ভেবেছিলাম, সবকিছু হারিয়ে গেছে শেষ পথটার বাঁকে.....

যুবায়র

যুবায়র › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা আর নাইজেরিয়ার খেলা দেখলেই হবে! এই দুই দল সম্পরকেও জেনেনিন। সাথে বোনাস খেলা দেখার লিংক।

২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০



আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করে। এটি আর্জেন্টিনার ফুটবল সংস্থা (এএফএ) দ্বারা পরিচালিত হয়, যা আর্জেন্টিনাতে ফুটবলের পরিচালক। আর্জেন্টিনার ঘরের মাঠ ইস্ত্যাদিও অ্যান্তনিও ভেসপুসিও নিবার্তি এবং তাদের প্রধান কোচ আলেহান্দ্রো সাবেয়া। দলটি বর্তমানে ফিফা বিশ্ব র্যাংরকিং-এ পঞ্চম স্থানে রয়েছে।

আর্জেন্টিনা মোট চারবার ফিফা বিশ্বকাপে ফাইনাল খেলেছে। এর মধ্যে রয়েছে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ, যেখানে তারা উরুগুয়ের বিপক্ষে ৪–২ ব্যবধানে পরাজিত হয়। এরপরের ফাইনাল ১৯৭৮ সালে, যেখানে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে ৩–১ ব্যবধানে জয় লাভ করে এবং তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা জেতে। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে ৩–২ ব্যবধানে হারিয়ে তারা তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে। আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল ছিল ১৯৯০ সালে, যেখানে তারা জার্মানির বিপক্ষে বিতর্কিত পেনাল্টিতে ১–০ ব্যবধানে পরাজিত হয়।

দলটি কোপা আমেরিকায় দারুন সফল। তারা মোট চৌদ্দবার এই শিরোপা জিতেছে। ১৯৯২ সালে তারা ফিফা কনফেডারেশন্স কাপ শিরোপাও জেতে। এছাড়া ২০০৪ এথেন্স এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জেতে আর্জেন্টিনা।

জাতীয় দলগুলোর মধ্যে কেবলমাত্র আর্জেন্টিনা এবং ফ্রান্স ফিফা দ্বারা স্বীকৃত তিনটি সর্বোচ্চ শিরোপা জিতেছে। যেগুলো হল: ফিফা বিশ্বকাপ, ফিফা কনফেডারেশন্স কাপ এবং অলিম্পিক স্বর্ণপদক। এছাড়া তারা তাদের মহাদেশীয় শিরোপাও জিতেছে।

উরুগুয়ে, ব্রাজিল, জার্মানি এবং বিশেষ করে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার তীব্র প্রতিদ্বন্দ্বীতা রয়েছে।

২০০৭ সালের মার্চে প্রথমবারের মত আর্জেন্টিনা ফিফা বিশ্ব র্যাং কিং-এ শীর্ষস্থান অর্জন করে।







নাইজেরিয়া জাতীয় ফুটবল দল নাইজেরিয়ার জাতীয় দল হিসেবে ফুটবল খেলায় প্রতিনিধিত্ব করছে।সুপার ঈগল কিংবা গ্রীন ঈগল ডাক নামেও নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের পরিচিতি রয়েছে। নাইজেরিয়া ফুটবল সংস্থা (এনএফএফ) কর্তৃক এ দলটি পরিচালিত হয়। স্মরণীয় সাফল্য হিসেবে এপ্রিল, ১৯৯৪ সালে ফিফা বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৫ম স্থান অধিকার করেছিল। এ র্যা ঙ্কিংটিই আফ্রিকা মহাদেশেরফুটবলের ইতিহাসে যে-কোন দলের জন্যে সর্বোচ্চ সাফল্য। বর্তমানে দলটি ২০১৩ সালে অনুষ্ঠিত আফ্রিকা নেশন্স কাপের শিরোপাধারী দল। দলীয় শক্তিমত্তার বিচারে খুবই শক্তিশালী্ দলটি এ যাবৎকাল তিনবার আফ্রিকা নেশন্স কাপ জয়ের পাশাপাশি দুইবার বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা লাভ করেছে। এছাড়াও প্রথম আফ্রিকান দল হিসেবে গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণপদক লাভ করেছে।



(উপরের তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত।)



এবার বোনাসঃ খেলা দেখুন মাত্র ১২৮ কে বি স্পীডে।



HD খেলা দেখুন

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

নেহাজাহান বলেছেন: ভালো লাগলো post টা... ;) ;) ;) ;

২| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:১০

রাকীব হাসান বলেছেন: নেহাজাহান বলেছেন: ভালো লাগলো post টা... ;) ;) ;) ;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.