নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমাদ্বান মাসটা ভালো কাটাতে আমাদের কিছু পরিকল্পনা করে রাখা উচিৎ। আর সেটা অবশ্যই রমাদ্বান দরজায় কড়া নাড়ার আগে। বছরের এই মাসে যে নিজেকে মহান রবের কাছ থেকে ক্ষমা করে নিতে পারল না সে ক্ষতিগ্রস্ত এমনটাই রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
নিচে রমাদ্বানের প্রস্তুতির প্রয়োজনীয় কয়েকটি টিপস আলোচনা করা হলো।
১। আল্লাহর কাছে মিনতি করুন যেন আপনার জীবনটা রমাদ্বান পর্যন্ত সম্প্রসারিত হয়। এটা আপনার জন্য রহমত স্বরূপ। আপনি আপনার ভাল কাজের মাধ্যমে আপনার ভুলগুলোর ক্ষমা প্রার্থনা করুন।
২। নিজেকে তৈরি করুন সমস্ত খারাপ কাজ থেকে তওবাকারীদের একজন এবং সকল পাপের জন্য দুঃখ প্রকাশ করুন। আর আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আপনি আবার সেদিকে না যান।
৩। এমন কাজ থেকে দূরে থাকুন যে সকল কাজে আল্লাহ রাগান্বিত হোন এবং যেসকল কাজে তাঁর ক্রোধ আপনার উপর পতিত হয়।
৪। সর্বদাই আপনি আপনার গুনাহসমূহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।
৫। বিভিন্ন ধর্মীয় আলোচনাগুলোতে বসুন এবং সলাতের জন্য সংগ্রাম করুন। এটা আপনাকে রমাদ্বানের পরও সলাত আদায় করতে সাহায্য করবে। ইনশাআল্লাহ।
৬। যদি আপনি মূল্যবান নফল সলাতে অভ্যস্ত না হোন; তবে সেগুলোর মধ্য থেকে এমন কিছু করুন যেগুলো আপনাকে উপরে নিয়ে যায়।(অর্থাৎ অনেক নেকী পাওয়া যায় এমন কাজ)
৭। সর্বশক্তিমান মহান আল্লাহর কাছ থেকে আপনার উদ্দেশ্য ও কাজসমূহ মন থেকে সংশোধন করে নিন।
৮। যেহেতু সিয়ামের পরম লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন, এটি তাকওয়ার বিভিন্ন পথে যেমন আল্লাহকে স্মরণ করা, পূর্ববর্তী মনীষীদের কাহিনী পড়া, কুরআন নিয়ে চিন্তা ভাবনা, মৃত্যুর কথা চিন্তা করা ইত্যাদি অর্জনে সাহায্য করে।
৯। বর্জন করুন নাটক এবং সিনেমা যা লোকচক্ষুর কাছে নিষিদ্ধ কাজে অন্তর্ভূক্ত।
১০। Facebook, Twitter, What's app, Instagram ইত্যাদি আমরা ব্যবহার করি খালি সময়ে। এখন থেকে আপনার খালি সময়গুলো ব্যয় করুন কুরআন পাঠ, যিকির ও সলাতসহ ইত্যাদি ইবাদতে। দীর্ঘ সময় নিয়ে প্রস্তুত হোন কুরআন ও ইবাদতের মাস রমাদ্বানের জন্য।
১১। রমাদ্বানে কুরআন পাঠ করা একটা বড় ইবাদত। সুতরাং এখন থেকে কুরআন পাঠ করা শুরু করে দিন এবং তাজওয়ীদের নিয়ম-কানুন গুলো ভালভাবে আয়ত্ত করে নিন।
১২। যদি পূর্বের সিয়ামগুলো ছুটে যায়; তবে আয়িশা রাদিআল্লাহু তাআ'লা আনহার মত শা'বান মাসে আদায় করে নিন।
১৩। নিজেকে বড় বড় দুআ পাঠ করার জন্য প্রস্তুত করুন। রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দুআ বলে গেছে সগুলো মুখস্ত করুন এবং মনে রাখুন সিয়াম সাধনাকারীর দুআ আল্লাহ কবুল করেন।
১৪। দীর্ঘ সময় মসজিদে থাকার জন্য চেষ্টা করুন। আর রমাদ্বানের শেষ দশ দিন মসজিদে ই'তিকাফ করুন।
১৫। রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করুন যিনি শা'বানে সিয়াম পালন করতে উৎসাহিত করতেন। ভুলে যাবেন না এটা রমাদ্বানে সিয়াম পালন করতে সহায়তা করবে।
১৬। রমাদ্বানে সাদকাহ করার জন্য এখন থেকেই কিছু টাকা সঞ্চয় করে রাখুন।
১৭। দুই রাকা'ত সলাত দিয়ে দিন শুরু করুন আর এর সংখ্যা বাড়ান যা রাতের তারাবি আদায় করতে সহায়তা করবে।
১৮। নিজেকে রমাদ্বানে ওমরাহ্ করার জন্য প্রস্তুত করুন। রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যে রমাদ্বানে ওমরাহ্ করে সে যেন আমার সাথে হজ্জ করল।" (সহিহ বুখারী)।
১৯। রমাদ্বানের সেরা কাজগুলোর একটি কাজ হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করানো। সুতরাং নিজেকে এর জন্য প্রস্তুত করুন।
২০। আপনার সময় খুঁজে বের করুন এবং একটা সময় নির্দিষ্ট করুন যেটা পুরো রমাদ্বানে ব্যয় করবেন ইবাদত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য।
২১। খুঁজে বের করুন এমন বন্ধুকে যে আপনাকে আল্লাহর নৈকট্য পেতে সাহায্য করবেন।
২২। যদি আপনি ধুমপায়ী হোন; তবে আপনার মনে রাখা উচিৎ রমাদ্বান আপনার খারাপ কাজ থেকে বের হয়ে আসার ভাল একটা সুযোগ। এখন থেকেই শুরু করুন সিগারেটের সংখ্যা কমিয়ে আনুন যতক্ষণ না আপনি নিজেকে এই খারাপ অভ্যাস থেকে মুক্ত করছেন যা আপনার অর্থ ও স্বাস্থ্য কে গ্রাস করে এবং যা আল্লাহর অসন্তুষ্টির ধার ধারে না।
২৩। রমাদ্বান কুরআন অবতীর্ণ হওয়ার মাস। এইভাবে এটা কুরআন মুখস্থ করার অত্যন্ত ভাল সময়। চলুন আমরা শা'বান মাস থেকেই কুরআন মুখস্থ করা শুরু করে দেই।
২৪। আমরা সবাই জানি রমাদ্বানে মানুষ প্রচুর খাদ্য ও পানীয় অপচয় করে। যার প্রতি ভ্রুক্ষেপও আমরা করি না। আমি আপনাদের কে পরামর্শ দিব আপনারা এই খাদ্য ও পানীয় না করে গরিব সহায় সম্বলহীন লোকদের দান করুন। আল্লাহ রমাদ্বানে দানের সওয়াব কয়েকগুণ বৃদ্ধি করে দেন।
২৫। রমাদ্বান আসার আগেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। এবং মনে রাখবেন যে, আল্লাহ তাআলা আত্মীয়তাছিন্নকারীর ইবাদত কবুল করেন না।
২৬। কিছু মানুষ দরিদ্র না হওয়া সত্ত্বেও দারিদ্রতার অভিনয় করে। এইভাবে প্রকৃত দরিদ্র লোক খুঁজে বের করবেন আপনার সাদকাহ দেওয়ার জন্য।
২৭। কিছু মানুষ রমাদ্বানে যাকাত দেয় বেশি সওয়াব হাছিল করার জন্য।
২৮। এখন থেকে নিজেকে ভাল, নম্র ও ভদ্র ব্যবহার করতে প্রস্তুত করুন। কারণ, সিয়ামসাধনাকারী ব্যক্তির জন্য খারাপ ব্যবহার করা সাজে না।
২৯। তরুণদেরকে রমাদ্বানে সিয়াম পালন করার যথার্থতা ও উপকারীতা সম্পর্কে জানান। যাতে তারা নিজেদেরকে সিয়ামের জন্য প্রস্তুত করতে পারে।
৩০। একে অপরের মধ্যে রমাদ্বানের শুভেচ্ছা বিনিময় করুন।
১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৮
যুবায়ের আলিফ বলেছেন: এগুলো মেনে চলতে তো আপনি বাধ্য নন। কিন্তু কোন দুইটা মানতে পারবেন সেটা জানার ইচ্ছা।
২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৮
নেওয়াজ আলি বলেছেন: Ramadan mubarek
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: ৩০ টা টিপসের মধ্যে ২৮ টা আমার পক্ষে মেনে চলা সম্ভব না।