নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র৷ সারাজীবন ছাত্রই থেকে যেতে চাই৷ আমি সকলের কাছ থেকে শিখতে চাই৷ এবং যা শিখেছি তা শিখাতে চাই৷

যুবায়ের আলিফ

যুবায়ের আলিফ › বিস্তারিত পোস্টঃ

মাতৃ

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩



কত শত দিবস রাত্রি
পার হইয়া গিয়াছে চলি
শিয়রে জ্বালাইয়া বাতি
জাগিয়াছিলেন আমার মাতৃ৷

আশার আলো যিনি
তিমিরে প্রদীপ তিনি
তাবৎ বিশ্বের দুঃখের সাথী
তিনিই আমার মাতৃ।

আমার উষ্ণ বদনে
জাগে রে কাহার আঁখি?
কমজোর বদনের শয়নেস্বপ্নে
শুধু তাহারেই আমি দেখি৷

কত অভিযোগ এখনও বাকী;
কত বায়না মিটাবার নাহি পারি৷
মা, ওগো মা আমায় রাখিয়া তুমি
কোথা গেছ চলি?

এই মন্দের ভীড়ে
একলা ফেলিয়া আমারে
একাই চলিয়া গেলে
সেই স্বর্গের মাঠে৷

গা-টি গরম হলে
শিয়রে দাঁড়াইয়াছিলে এমনভাবে;
স্বর্গের দূত আসিয়াছে যেন
আমার সেবা করিতে৷

আহা কী সুখ ছিল সবখানে;
হাজারো বেদনার মুখে।
তুমি ছিলে আমার পাশে;
মানুষের কথায় আমার কী যায় আসে?

মানুষ নহে যেন দেবদূত তুমি
বিপদে মোর রথের সারথি।
আহা কী সুখ ছিল তাতে
কেন গেলে চলিয়া বল দেকিনি?

লোকে বলে স্বর্গের সুখে
সবার ঘর নাহি ভরে।
আহা! চরম সত্য কেন
আমার ঘরেই ফলিয়াছে?

হাজারো মায়ের ভীড়ে
আমি যেন খুঁজি ফিরি
আমার মায়ের সে
নূরানী চেহারাখানী৷

অসুখ কীবা বিসুখে
আর কেহ নাহি জাগে।
আঁখিযুগল এবার ঘুমাইছে
সেই স্বর্গের ফরাসে।

যেথায় চোখ পড়ে ভাই;
মায়ের মতোন কেহ নাই।
তাহার কণ্ঠখানী যেন
স্মৃতির মিনারায় রহিয়াছে তাই৷

হাজারো শব্দের ভীড়ে
তাহারেই পড়ে মনে
বাজান বলিয়া বলিয়া
আবার ডাকিবে আমারে।

সুখের দিন ফুরাইলো ভাই;
বলো কোথা থেকে কোথা যাই?
আত্মার শান্তি কেন নাহি পাই;
আমার সেই মাতৃই যে চাই৷

বল দেখি জননী আমার,
বাঁচিবার আছে কোন উপায়?
তুমি বিনে আমি একা
কী করিব এ ধরায়?

চলিয়া যাইতে হইবে ভাই
যাইব চলিয়া তাই।
জননী বিহীন এ ধরায়
কী করিব বল ভাই?

— যুবায়ের আলিফ

(উৎসর্গ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

যুবায়ের আলিফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.