নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

বিনির্মান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

সব সুনসান। ভীত চাপা আর্তনাদ।
এইখানে ঐখানে লাওয়ারিশ লাশ।
গুম খুনের রাজত্ব বঙ্গভূমি,
বাপ দাদার ভিটামাটিও হয়ে যায় প্রবাস।
পিশাচের সাথে দীর্ঘমেয়াদী বসবাস।
বাতাসে করুন দীর্ঘশ্বাস।
থেমে গেছে সব মিছিল শকুনীর ছোবলে,
এখন কেবলী লাশের মিছিল চলে।
গুনে গুনে গনক হয় হয়রান,
বঙ্গ সন্তানের মূল্যহীন প্রান।
অবশেষে হয়ে যায়,
কেবলি পরিসংখ্যান।
একাত্তর দেখিনি,
দেখিনি সেই ভয়লা তান্ডব।
স্বাধীন বাংলা দেখেছি,
এক লক্ষ ছিয়াত্তর হাজার বুলেটে
আকা লালভূমি,
আর ব্যাঙ্গক্তি ভরা সংসদ।
দেখেছি খালে বিলে ডোবায় লাশের সারি,
দেখেছি বীর সেনানীর পরিবারের আহাজারি,
ক্রমে চাপা পড়ে যায়।
উন্নয়নের খিস্তি খেওড় আর
কালো কালিতে হলদে লেখার জোয়ারে।
তবু ফুটবে গোলাপ আর রজনীগন্ধা,
তবু গন্ধ ছড়াবে জুই চামেলী আর হাসনাহেনা।
নতুন দিনের স্বপ্নের হবে আনাগোনা,
এই জনপদের কোন এক ঘরে।
নব্য ফিরাউনের লাশ পরে রবে
গঙ্গা যমুনার তীরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.