নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

১৯৭৫ সালে ৩রা নভেম্বর বীর বিক্রম শাফায়েত জামিলের নেতৃত্বাধীন ঢাকা বিগ্রেডের সহায়তায় বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফ যখন ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটান তার ফলস্বরূপ ৬ই নভেম্বর খন্দকার মোশতাক পদত্যাগ করেন এবং চীফ-অফ-আর্মি-স্টাপ থেকে জিয়াউর রহমানকে পদত্যাগ করতে বাধ্য করে গৃহবন্দী করে রাখা হয়েছিলো!
.
বীর উত্তম কর্নেল (অবঃ) আবু তাহের তখন জিয়ার ভালো বন্ধু ছিলো এবং চট্টগ্রামে অবস্থান করছিলেন!
.
তিনি ঢাকাতে তার অনুগত ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে প্রতিরোধ গড়ার নির্দেশ দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসেন এবং পাল্টা অভ্যুত্থানে সফল হয়ে মেজর জিয়াকে উদ্ধার করেন!
.
সেই জিয়াউর রহমান কর্ণেল তাহের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে ১৯৭৬ সালের ২১শে জুলাই কর্ণেল তাহেরকে ফাঁসি দেন!
.
ইতিহাস থেকে এই অংশটি নিয়ে আসলাম এই কারণে যে ক্ষমতা কিংবা রাজনীতিতে বন্ধুত্ব বলে কোন শব্দ নেই!
.
আরেকটি জায়গায় বন্ধুত্বের কোন দাম নেই তা হলো সুন্দরী মেয়ের বেলায়,
.
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর সদর এলাকায় ২০১১ সালে বন্ধুর বুকে ছুরি মেরে তার বউকে নিয়ে পালিয়ে গিয়েছিলো এক যুবক!
.
প্রতিনিয়ত পত্রিকার পাতা উল্টালে এমন আরো কিছু খবর দেখি!
.
নারী, নেশা, ক্ষমতা, টাকা এসব ক্ষেত্রে যে কেউ যে কোন সময় উল্টে যেতে পারে!
.
প্রেম ভালবাসা বিষয়গুলো থেকে তৃতীয় পক্ষকে আলাদা করে রাখা বুদ্ধিমানের কাজ! তবে সুখ দুঃখ শেয়ার করা যেতে পারে,
.
একটা সম্পর্ক অঙ্কুরেই ভেঙ্গে যায় কখন জানেন? যখন মেয়েটি তার বান্ধবীকে বলে, ছেলেটা আমাকে অনেক লাভ করে! কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না! তুই কিছু বল আমি কি করবো!
.
তখন কুটনী বান্ধবী বলে, তুই সহজ সরল! ছেলেদের চিনবি না! আমি ওদের হাড়ে হাড়ে চিনি! দুদিন পর তোকে ইয়ো ইয়ো করে অন্য মেয়ের কাছে চলে যাবে! ছেলের নাম্বারটা দে! পরীক্ষা করে দেখি!
.
তারপর একদিন তাদের পরীক্ষার হলে আবিষ্কার করলাম! :p

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


"ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর সদর এলাকায় ২০১১ সালে বন্ধুর বুকে ছুরি মেরে তার বউকে নিয়ে পালিয়ে গিয়েছিলো এক যুবক! "

-এটা ব্যতিক্রম; ইহাকে চিরন্তন হিসেবে ভাবছেন কেন সন্দ্বীপের লোকজন?

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নির্বাসিত কবি বলেছেন: পোস্ট টা ভাল লেগেছে। আসলেই সম্পর্কে তৃতীয় পক্ষকে সুযোগ করে দেওয়া আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা। :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

টারজান০০০০৭ বলেছেন: পরীক্ষার হলে কি দেখিলেন ভাউ ঝাতি ঝানিতে চায় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.