নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমি আবে \'মানুষ\' হ্লায়

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

ক্রিকেটের 'ক' ও বুঝে না এমন নায়ক নায়িকা মডেলদের নিয়ে এসে জিজ্ঞেস করা হয় আজকে ম্যাচের পিচের অবস্থা সম্বন্ধে কিছু বলুন,
.
ঠিক সে সময় ক্রিকেটের উৎপত্তি ব্যুৎপত্তি থেকে শুরু করে কোন ক্রিকেটের কয়টা গার্লফ্রেন্ড ছিলো এবং সে দিনে কয় ঘন্টা অনুশীলন করে তার খোঁজ রাখা ছেলেটি হা করে ভাবে শালার জীবনে এতো খোঁজ রেখে হইলো টা কি!!!
.
রান্নার 'র' ও বুঝেনা এমন কিছু শিল্পী ধরে নিয়ে এসে জিজ্ঞেস করা হয় রান্নার কিছু গোপন কৌশল দর্শকদের জানান!
.
সে সময় শিডিউল মেনে রাতে দিন বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করা কাজের বুয়াটি মেঝেতে লেপ্টা মেরে বসে ভাবে শালার জীবনে এতো রান্না করে লাভটা হইলো কি!
.
গানের 'গ' ও বুঝে না এমন শিল্পী যখন স্টেজে উঠে হ্যান্ড মাইক উল্টা এমন ভাব ধরে জগতে সে এক পিচ্ তখন সারা জীবন সাধনা করা বাউল এক তারা হাতে নিয়ে ভাবে কেমনে কি!
.
মনের 'ম' ও বুঝে না তবুও ছেলেটি ভাব ধরে মেয়েটির মন বুঝে ফেলেছে! হ্লা! অতীতের কত মহা জ্ঞানী গুণী বিজ্ঞানী সাধকরা ব্যর্থ হয়ে হাত তুলে দিয়েছে তার কি ইয়ত্তা আছে!
.
এমন হাজারো কাজে ক, খ, গ, ঘ থেকে শুরু করে অনুসকার(বিরাট কলিরটা না), বিষুকার, চন্দ্র বিন্দু না বুঝেও আমরা সব বুঝেছি ভাব নিয়ে বসে থাকি!
.
আমি একটা কিছু এমন ভাব বুঝাইতে গিয়া ঠোঁট আর দাঁতের চাপে থুতনি বাঁকা হয়ে গেছে অনেকের....!
.
আমি মেডিকেল ইঞ্জিনিয়ার বুয়েট টুয়েট ঢাবি জাবি চাবি ওর সরি চবির ছাত্র! ওমমমম...! তুমি আবে কোন হালায়?
.
আমার বাড়ি গাড়ি নারী আছে আর তুমি আবে কোন হালায়?
.
আমি অমুক নেতার তমুক ভাতিজার আমি বেস্ট ফ্রেন্ড তুমি আবে কোন হালায় বড্ড জানতে মুঞ্চায়!
.
আমার নামের পাশে খান বাহাদুর চৌধুরী পোদ্দারি আছে তোমার নাম কি আবে ফকির শাহ্লায়?
.
আমার আছে দুইটা গোল্ডেন দুইটা ফাস্ট ক্লাশ মহাখালি ফ্লাইওভারের নিচে চা খায় ভেবে ভাইব্বো না আমি আবে কোন হ্লায় না!
.
সকাল বিকাল চার পাঁচটা লইয়া ঘুরি কেউ জিগায় লাঞ্চ কেউবা ডিনার আর যেটা সকাল সকাল উঠে সেইটা জিগায় নাস্তা করছো কি না! তুমি তো তিন দিন না খাইয়া থাকলে কেউ জিগাইবো না! তুমি একটা আবাল হ্লায়!
.
চারদিকে একি শব্দ,
তুমি আবে কোন হ্লায়! তুমি আবে কোন হ্লায়!
.
আমি জগতের সেরা সৃষ্টি! আশরাফুল মাখলুকাত! সকল জীবের মধ্যে সেরা জীব!
.
আমাদের এর চেয়ে বড় পরিচয় দরকার নেই!
.
ধনী গরীব উঁচুনিচু সব ভেদাভেদ ভুলে আমার একটা ই পরিচয় আমি মানুষ! যারা মানুষ হয়ে তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা অমানুষ!
.
সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মহারতী সেইই ভাব নিয়ে আমার পাশের জনকে জিজ্ঞেস করেছিলো, শরীফ আবে কোন হ্লায়!
.
পাশ থেকে বলে উঠলাম, আমি আবে মানুষ হ্লায়! মানুষ হ্লা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: সব সময় কি এভাবেই লিখবেন?
স্টাইলটা পরিবর্তন করবেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.