নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

বদলে যাচ্ছে সবই, তুমি আর নেই সে তুমি.......

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৫


সিনেমাজ্ঞরা বলে সমসাময়িক সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে চলচ্চিত্রের মাধ্যমে। একদা সময় ছিল যখন রিফ্রেশমেন্টে মানুষ যেত কক্সবাজার সমুদ্র সৈকতে। সিনেমাতে তার প্রতিফলন যথার্থয় দেখেছি, নায়ক/নায়িকা বা তাদের বাবা-মা কেউ অসুস্থ হলে ডাক্তারের পরামর্শে হাওয়া বদল করতে কক্সবাজার পাঠানো হতো এরই মধ্যে সিনেমার কাহিনী মোড় নিত ভিন্ন দিকে। আকাশ পথের প্রসার, মানুষের আর্থিক উন্নতির সাথে সাথে এই যাত্রা কক্সবাজার থেকে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় রুপ নিয়েছে। এই পরিবর্তন চলচিত্র নির্মাতারাও রপ্ত করেছেন স্বাভাবিক ভাবেই।

কিন্তু কয়েকটি বিষয়ে সমাজ বদলে গেলেও এখনও চলচিত্র নির্মাতারা তা গ্রহন করতে পারেননি;
সিনেমায় নায়ক/নায়িকা স্মৃতিশক্তি হারনোর পূর্বে সড়ক দুর্ঘটনা অথবা ভিলেন কর্তৃক মাথায় রডের বাড়ি খাওয়ার একটা ব্যপার ছিল। এক সময় বাস্তবের ঘটনা প্রবাহ হয়ত তেমনি ছিল। বর্তমান সিনেমাতে স্মৃতিশক্তি হারনো বিষয়ক পরিবর্তন দরকার। বর্তমান নিয়ম হলো সাদা পোশাকধারী কর্তৃক কিডন্যাপ হওয়ার পর স্মৃতিশক্তি হারাবে, গভীর রাতে কোন এক এলাকা্য উদভ্রান্ত অবস্থায় অবস্থায় বলে বেড়াবে- আমি কে? তোমরা কারা? রিজার্ভ কি? ইত্যাদি।


আগে সিনেমার শেষ দৃশ্যে দেখা যেত রাগে ক্ষোভে নায়ক ভিলেনেক গুলি করতে উদ্যত হয় ঠিক তখনি পুলিশ এসে হাজির "থামুন আইন নিজের হাতে তুলে নেবেন না"। একটা সময় আমাদের সামাজিক অবস্থা হয়ত তেমনি ছিল। বর্তমান সিনেমা দৃশ্য কেমন হয়া উচিত যখন পুলিশ নিজেই অন্যের হাতে আইন তুলে দেয়.............

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

বর্ণিল হিমু বলেছেন: লিখাটা ভালো লাগলো.....
আইন নিজের হাতে তুলে নিবেন না....!

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:০৫

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার লিখেছেন।
ভালো লেগেছে।

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

ছোট সাহেব বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.