নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

একজন জাকির নায়েক ও একটি রামপাল

১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৬

ব্লগে একজন হুজুর প্রেরিত হইয়াছেন, যিনি অত্যান্ত সুচারু রুপে জাকির নায়েক বিতর্ক জীবিত রেখেছেন। জাকির নায়েক বিতর্ক চালিয়ে যেতে হবে ভুলে থাকতে হবে গতকালের রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাফল্য গাঁথা ! সুন্দরবন ছেড়ে দেব তবু জাকির নায়েক ছাড়ছি না।

একদা সুন্দরবকে ভোট দিয়ে আন্তর্জাতিকভাবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য যে আপ্রান চেষ্টা সেই সুদরবনের অস্তিত্ব রক্ষায় আজ কোন কথা নাই।শুধু সৌন্দর্যের জন্যই নয়, সুদরবনের অস্তিত্বের জন্যই নয়, বাংলাদেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষায় অন্যতম সুরক্ষা প্রাচীর হিসেবে বিস্তীর্ণ সমুদ্র উপকূলে দাঁড়িয়ে আছে সুন্দরবন । আমি সেই সুন্দরবনের কথা বলছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
আপনি কি এখনো জাকির নায়েক নিয়েই থাকবেন?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৬

কল্লোল পথিক বলেছেন:


যথার্থই বলেছেন।

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ। জাকির নায়েক বিতর্ক থেকে সরে এসে দেশের মঙ্গল চিন্তায় অংশ নেওয়ার জন্য।

২| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই সব হাস্যকর ব্যাপার দেখে মন মেজাজ খারাপ হয়ে যায়।

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হাস্যকর তো বটেই, এটা বিরক্তির পর্যায়ে গেছে।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় রামপাল! হায় সুন্দরবন!প্রতিবাদের মাঝই সুন্দরবনের, সুশীল চেতনার আর দেশপ্রেম ও প্রেমিকের- সুশীল মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর হয়েই গেল!!!!
view this link


'বাগানের চারা গাছ রে, ডেকে ডেকে বলি, ডেকে ডেকে বলি, রাস্তায় নেমে আয়।' ফেসবুকে, ব্লগে, টুইটে.. প্রতিবাদের প্রতিটি পথে, পথের মোড়ে...অস্তিত্বের প্রয়োজনে। সময়ের প্রয়োজনে!

বাঁচাতে নিজেরে, বাঁচাতে রামপাল, বাঁচাতে সুন্দরবন! বাঁচাতে রয়েল বেঙ্গল! বাঁচাতে পরিবেশ প্রতিবেশ! বাঁচাতে দেশ!!!

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিল করতেই হবে: সুলতানা কামাল

জেগে উঠো বাঙালী। রুখে দাও দেশের, সুন্দরবনের, আমজনতার, ফসলী জমির. নদীর প্রকৃতির বিরোধী এই আত্মঘাতি চুক্তি!

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আনেক ধন্যবাদ ভীগু ভাই। রামপালে বিদ্যুৎ কেন্দ্র ঠেকানো যাবে কিনা জানিনা তবে এটা নিশ্চিত যে ভবিষ্যৎ প্রজন্ম জানবে আমরা চুপ করে থাকিনি, প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ উপেক্ষা করে যারা সুন্দরবন ধ্বংস করছে তারাই বাংলাদেশের জৈব বৈচিত্র্য ধ্বংসের সবচেয়ে ভয়ঙ্কর পরিনতির জন্য দায়ী থাকবে।

৪| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: না জাকির ভাই কে ছেরে রামপালের দিকে ঝুকব

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: উপলব্ধির জন্য ধন্যবাদ।

৫| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

দেশপ্রেমিক পোলা বলেছেন: ভাইরে চাপ নিলে চাপ। ভারত কি এমন চাপ দেয় যে তাদের কথায় আমাদের দেশে পিচ টিভি বন্ধ করতে হবে কোন প্রমান ছাড়া। কি এমন চাপ আমাদের ক্ষতি হবে জেনেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি করতেই হবে? নেপালের মত পুচকে একটা দেশ তাদের দেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে। আর আমরা তাদের অসংখ্য টিভি চ্যানেল এলাউ করছি বাংলাদেশে। যার বিনিময়ে বিনা কারণে তারা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের নাটকগুলি বরং বেশি উপভোগ্য হয়। আর ওদের নাটকে থাকে চরিত্র নষ্ট হওয়ার উপাদান।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: চাপ নেয়নি ক্ষমতা নিয়েছে, সরকারে টিকে থাকার ক্ষমতা। পিচ টিভি বন্ধ করে বিজেপী'র ধর্ম কেন্দ্রিক রাজনৈতিক স্বার্থ হাসিলে বন্ধু হিসাবে আমাদের সরকার সহযোগিতা করছে মাত্র।
দেশের ক্ষতি হবে বলে এই প্রকল্প তারা নিজের দেশে অনুমোদন বাতিল করে আমাদের দেশে পাঠিয়েছে। আমাদের দেশ রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি করে বন্ধুর কস্ট নিজের বুকে নিয়েছে, কোন চাপে না।

৬| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩১

নিরীক্ষক৩২৭ বলেছেন: ''ভাইরে চাপ নিলে চাপ''
কথাটা ভাল্লাগসে ।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কে বুঝাবে "চাপ লেনে কা নেহি দেনে কা হে"।

৭| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৬

নাবিক সিনবাদ বলেছেন: হুজেগে বাঙালি, যেইটা সামনে পায় বাপ-বেটা চৌদ্দগুষ্টি মিইল্লা ঐটার পিছনে লাগে।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এই হুজুগটা যদি সুন্দরবন রক্ষার জন্য হতো কতই না সুন্দর হতো। রামপাল ইস্যুকে পেছনে ঠেলে দেওয়ার জন্যই জাকির নায়েককে সামনে নিয়ে আসা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.