নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মনোযোগী পাঠক ।

রানা আমান

রানা আমান › বিস্তারিত পোস্টঃ

এক সাদামনের ব্যক্তিত্বের সমাজসেবা ।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২


ঢাকার কাছেই, বেশি দুরে নয় । গিয়েছিলুম মুন্সীগন্জের শ্রীনগর থানার আলমপুর গ্রামে । এক হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে । যে হাসপাতালের উদ্যোক্তা এক সাদামনের ব্যক্তিত্ব , মিসেস হেনা আহমেদ । লন্ডন প্রবাসী এই নারী তার নিজগ্রাম মুন্সীগন্জের শ্রীনগর থানার, হাসাঁড়া ইউনিয়নের আলমপুর গ্রামে সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন । তিনি দেশকে ভালোবাসেন, ভালোবাসেন তাঁর গ্রামকে। সে-চেতনা থেকেই তার নিজ এলাকা মুন্সিগঞ্জের আলমপুর গ্রামে নির্মাণ করলেন একটি আধুনিকমানের ২০ শয্যার হাসপাতাল। উনার বাবার কাছ থেকে উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত ভুসম্পত্তি বিক্রি না করে , গ্রামেরই জনসাধারনের উপকারে আসে এমন কিছু করাই ছিল তার স্বপ্ন । তার একটি স্বপ্নের বাস্তবায়ন হলো সেদিন ।

শুভ্রকেশী, সুহাসিনী, চির নবীন এই মানুষটিকে মন-মননে সব সময় একজন সুুচিন্তার মানুষ হিসেবে দেখেছি । যিনি সব মানুষের মাঝেই খুঁজে পান একজন সুন্দর মানুষকে। গত ৩০ ডিসেম্বর ২০১৬ , শুভানুধ্যায়ি ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাঁর সার্বিক অর্থায়নে নির্মিত "হেনা আহমেদ হাসপাতাাল'টির উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন হলো। স্বজন-প্রিয়জনদের মিলনে দিনটি আনন্দমুখর হয়ে উঠেছিলো। পরিবারের একজন সদস্য হিসেবে আমিও উপস্থিত ছিলুম সেদিন । হাসপাতালটি নির্মাণে সার্বিক তত্ত্বাবধান ও কারিগরী সহায়তায় ছিলো বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহসানিয়া মিশন। হাসপাতালটি পরিচালিত হবে "ঢাকা আহসানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতাল "এর পরিচালনায় । হাসপাতাাল'টির সম্পুর্ণ অবকাঠামো নির্মাণ ব্যয়,যাবতীয় আসবাবপত্র ও সকল প্রকার চিকিৎসা সরন্জামের অর্থায়ন করেছেন হেনা আহমেদ ।

আমার অসীম ভালবাসা ও নিরন্তর শুভেচ্ছা ও অপার শ্রদ্ধা রইলো এই সাদামনের নারীর জন্য l কত বিত্তবান আছে আমাদের দেশে l যারা কেবল নিজের ভোগ বিলাসিতায় খরচ করে l রেখে যান উত্তরাধিকারীদের জন্য l কে মনে রাখে তাদের কথা ? তাদের অর্জিত সম্পদ দেশের ও দশের কোনো কাজে আসেনা l সংকীর্ণ মনের এই সব মানুষদের সম্পদ তারা নিজেরাও ভোগ করতে পারেনা এক সময় l সাধারণ মানুষের জন্য করার সৌভাগ্য সবার হয়না l সকল বিত্তবানরা এই নারীর পদাঙ্ক অনুসরণ করুক , সেই প্রত্যাশা রইলো l
সম্পত্তির পাহাড় বানিয়ে তৃপ্তির ঢেঁকুর তোলা মানুষের সংখ্যাই বেশি। আবার হেনা আহমেদের মতো মানুষও আছেন যারা নীরবে, গোপনে যার যার সাধ্য অনুযায়ী অন্যের জন্য করছেন। পরোপকারী মানসিকতা শিশুবেলা থেকেই তৈরি করা প্রয়োজন পরিবার থেকেই।
হেনা আহমেদের বাবা ও মা, দুজনেই ছিলেন শিক্ষিত,উদারমনা ও মুক্তচিন্তার অনুসারী । হেনা আহমেদের কাছেই শুনেছি ওনার ছেলেবেলার স্মৃতিচারণ , উনার বাবা ধর্মীয় গোঁড়ামি একেবারেই পছন্দ করতেন না । সবসময় ই বলতেন , ধর্ম নিয়ে মাতামাতি না করে , সুশিক্ষা গ্রহন করো , সৎ ও ভাল মানুষ হও । গ্রামে শিক্ষা বিস্তারে হেনা আহমেদের বাবা ও মা দুজনেই যথাসাধ্য অবদান রেখেছিলেন ।

হেনা আহমেদের বাবার প্রতিষ্ঠা করা হাই স্কুল ।

হেনা আহমেদের মায়ের প্রতিষ্ঠা করা প্রাইমারী স্কুল ।
এমন বাবা মায়ের আদর্শে বেড়ে উঠা হেনা আহমেদও এগিয়ে এসেছেন নিজগ্রামের মানুষের সেবায় । এ গ্রাম নিয়ে উনার নিজেরও কিছু স্বপ্ন আছে , তারই একটি হল ন্যুনতম খরচে গ্রামের মানুষদের জন্য উন্নতমানের চিকিৎসাসেবার ব্যবস্থা করা । সে স্বপ্নই বাস্তবে রুপ নিয়েছিল গত ৩০শে ডিসেম্বর ২০১৬। আমিও গিয়েছিলুম সে অনুষ্ঠানে ।

মুন্সীগন্জের পথে ধলেশ্বরী সেতুর টোলপ্লাজায়,কুয়াশা ঢাকা পথ ।

কুয়াশা কাটেনি তখনো ।

রোদ উঠে গেছে ।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হেনা আহমেদ ।

হাসপাতালের অনতিদুরেই সকলবয়সি নিরাশ্রয় ও অসহায় মেয়েদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরীর কাজ চলছে , এটিও ওনার আরেকটি স্বপ্ন ।

এই মাঠের জমিটি হেনা আহমেদ দান করেছেন গ্রামের খেলার মাঠের জন্য ।

হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঘনিষ্ঠ তিন বান্ধবীর সাথে হেনা আহমেদ ।

অনুষ্ঠান শেষে বিদায়বেলায় হেনা আহমেদ ।

হেনা আহমেদের একটি স্বপ্নের সফল বাস্তবায়ন হল আজ ।

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলে সমাজে এখনো কিছু ভালোমানুষ অাছে।

সুন্দর পোষ্ট

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

রানা আমান বলেছেন: ভালোমানুষেরা আছেন বলেই সমাজ এখনো যান্ত্রিক হয়ে যায়নি । ধন্যবাদ ভাই সামিউল ইসলাম বাবু ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লাগলো।
সমাজ দরদী মানুষের ভালো কাজের উদারহণ দেখে।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

রানা আমান বলেছেন: একটি ভালোকাজের উদাহারন দেখে অন্যরাও উৎসাহিত হোক এই প্রার্থনাই করি। ধন্যবাদ ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭

ক্লে ডল বলেছেন: এরকম সাদামনের মানুষদের কর্মগুণেই মানবতা আজো প্রতিষ্ঠিত, জীবিত।

হেনা আহমেদের জন্য অভিনন্দন এবং শুভকামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

রানা আমান বলেছেন: ধন্যবাদ ক্লে ডল ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন মানুষ জন্ম নেউক বাংলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে।

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

রানা আমান বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন এবং আপনার সাথে সহমত আমিও ।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০

মনসুর আলী বলেছেন: স্যালুট
হেনা আহমেদকে

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

রানা আমান বলেছেন: ধন্যবাদ মনসুর আলী ভাইকে ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হেনা আহমেদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।


ধন্যবাদ ভাই রানা আমান।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

রানা আমান বলেছেন: ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই কে । আপনার মন্তব্যের উত্তরে সহমত আমিও আমার শ্রদ্ধা জানাচ্ছি হেনা আহমেদের প্রতি ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: অনেক দুঃখ কষ্টের মধ্যে যখন কোনো ভালো ঘটনা শুনি খুব ভালো লাগে।

আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। এবং শ্রী নগর থানা। গ্রাম কামার গাও।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

রানা আমান বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর । সময় করে একবার দেখে আসবেন এ হাসপাতালটি , ভালো লাগবে ।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

পুলহ বলেছেন: মন ভালো হয়ে আসে এমন সব খবর দেখলে। মানুষের ওপর বিশ্বাস আরো, আরো দৃঢ় হয় !
পরম করুণাময় আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিন।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪

রানা আমান বলেছেন: ধন্যবাদ পুলহ ।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: হেনা আহমেদের একটি স্বপ্নের সফল বাস্তবায়ন হলো বলে, খুশি হলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

রানা আমান বলেছেন: ধন্যবাদ সুমন কর।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার মত সব ধনী ব্যক্তি যদি একই মন মানসিকতার হতেন...

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

রানা আমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

আখেনাটেন বলেছেন: এখনও এই সাদা মনের মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এত সুন্দর!

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

রানা আমান বলেছেন: ধন্যবাদ আখেনাটেন এবং আপনার সাথে সহমত আমিও ।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৩

কালো রং বলেছেন: ভালো লাগলো ইনাদের দ্বারা অনুপ্রেরিত হই!

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

রানা আমান বলেছেন: ধন্যবাদ কালো রং । ভালো কাজ থেকে আমরা সবাই অনুপ্রানিত হই।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

বুক ওয়ার্ম বলেছেন:
ভাল লাগল পড়ে

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

রানা আমান বলেছেন: ধন্যবাদ বুক ওয়ার্ম ।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল হেনা আহমদের কৃতির কথা শুনে ।
তাঁর জন্য অনেক শুভ কামনা থাকল ।

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

রানা আমান বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী । দোয়া করবেন হেনা আহমেদ যাতে তার বাকী স্বপ্ন গুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারেন ।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল হেনা আহমদের কৃতির কথা শুনে ।
তাঁর জন্য অনেক শুভ কামনা থাকল ।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৭

বিমূর্ত নীল বলেছেন: পড়ে ভালো লাগলো। এমন আরো হেনা আহমেদ জন্ম নিক প্রতিটি ঘরে ঘরে ,তারা পাশে থাকবে চাষা ভূষা মেহনতি ও অসহায় মানুষের প্রতি। শুভ কামনা লেখক সাহেব,ভালো থাকুন সবসময়

০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

রানা আমান বলেছেন: ধন্যবাদ বিমূর্ত নীল আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

খায়রুল আহসান বলেছেন: পরোপকারী মানসিকতা শিশুবেলা থেকেই তৈরি করা প্রয়োজন পরিবার থেকেই। - এটা একটা চমৎকার কথা বলেছেন! ইংরেজীতে একটা কথা আছেঃ Charity begins at home!
হেনা আহমেদ এর অন্তর যেমন আলোকিত, তেমনি প্রভাময় তার হাসি। খুব ভাল লাগলো এই দানশীলা মহিলার কথা জেনে।
পুলহ এর দোয়ার সাথে কন্ঠ মেলাচ্ছি।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

রানা আমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই । আপনি ও পুলহ এর দোয়ার সাথে কন্ঠ মেলাচ্ছি আমিও ।

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
হাসপাতাল দেইখা খুশী হইছি।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

রানা আমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ফরিদ আহমেদ চৌধুরী ভাই । ভালো থাকুন সবসময় ।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬

ডঃ এম এ আলী বলেছেন: জাপানী সহায়তা প্রাপ্তির লক্ষ্যে একটি এনজিওর জন্য তাদের অনুরোধে একটি প্রকল্প প্রস্তাবনা প্রনয়নে কিছু কাজ করছিলাম , মনে পড়ল হেনা আহমেদের এই কর্মটির কথা হাসপাতালের অনতিদুরেই সকলবয়সি নিরাশ্রয় ও অসহায় মেয়েদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরীর কাজ চলছে , এটিও ওনার আরেকটি স্বপ্ন । তাই আবার একটু দেখতে এলাম ।

গ্রামের খেলার মাঠের জন্য একটি মাঠের জমি হেনা আহমেদ দান করেছেন এটা দেখেও তার প্রতি শ্রদ্ধায় ক্রমেই বাড়ে ।

আবারো একরাশ শুভেচ্ছা জানিয়ে গেলাম হেনা আহমেদকে, সেই সাথে আপনার প্রতিও শুভেচ্ছা রইল তাঁর মত এতবড় একজন দুরদৃস্টি সম্পন্ন দানশীল মানবের সংবাদ আমাদেরকে জানানোর জন্য ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

রানা আমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই । ভালো থাকুন সবসময় । দোয়া করবেন হেনা আহমেদের জন্য ।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮

গেম চেঞ্জার বলেছেন: এইরকম মানুষের আয়ু অনেক দীর্ঘ হোক, পৃথিবীটা আরেকটু বেশি সময় সুন্দর থাকুক!

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬

রানা আমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ গেম চেন্জার ভাই ,দোয়া করবেন হেনা আহমেদ যাতে তার বাকী স্বপ্ন গুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারেন । লগইন জনিত সমস্যার কারনে উত্তর দিতে কদিন দেরী হয়ে গেল ।

২১| ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


একজন বড় মনের মানুষকে ও উনার অবদান নিয়ে নিয়ে লিখেছেন, ভালো হলো!

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৩

রানা আমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী ভাই । ভালো থাকুন সবসময় । দোয়া করবেন হেনা আহমেদের জন্য । উনাকে নিয়ে আরও কিছু লিখব ভাবছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.