নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

হতাশা আর মন খারাপের দিনগুলো ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

গত কয়েক বছর যাবত অনেক হতাশা, মন খারাপ, সাহস না পাওয়া একদম জিরো লেভেলে চলে এসেছে। ব্যবসায় সীমাহিন ধরা খাওয়া, নির্বাচনে পরাজয়, শরীর ভাল না নিজের, ভালনা ভাই বোন আর প্রিয়তম মা এর শরীর। সব মিলিয়ে একদম তলিয়ে যাওয়ার অবস্থা। মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কষ্টের মধ্যে দিন পারি দিচ্ছি।
আমার জীবনে এ কয়েকটা বছর সব থেকে শ্রেষ্ঠ সময় হয়ে থাকবে। এ সময়টাতে মানুষ চিনেছি, চিনেছি মাকে ভাই বোনকে, আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে। কেউ খুব আপন হয়ে এসেছে এ সময়ে আবার আপনজন দূরে অনেক দূরে চলে গিয়েছে এ সময় গুলোতেই। কেউ কেউ চোখ লাল করেছে আবার আমার চিন্তার বাহিরে গিয়েও অনেকে মধুর মায়ায় জরিয়ে দিয়েছে।
ভাল মন্দ মিলেই কেটেছে এ কয়েকটা বছর। তবে দুঃখ আর কষ্টের পরিমানটাই বেশী ছিল। বলতে গেলে রাত আর দিনের পার্থক্যে।
তবে বর্তমানে আশার কথা হল ভয়, ডর, হতাশা সব কিছুই আস্তে আস্তে দূর করতে পেরেছি। খুঁজে পেয়েছি সাহস আর শক্তি। আশা করছি আর কয়েকটা দিনের মধ্যেই পুরোদমে ফর্মে ফিরে আসব। চলছে ফর্মে আসার হেবি প্রাকটিস।
দোয়া করবেন সবাই, এ হতভাগাটি যেন সবার না হলেও কারো কারো মুখে হাসি ফোটাতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ
হাফেজ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২

শিশির খান ১৪ বলেছেন: হুম ভালো আপনি তো বাইচা গেলেন ভাই আমার ও তো ভাই একই অবস্তা দেখি সামনে কি হয় গতো কয়েক বছর সময় খারপ যাইতাছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.