নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

আগামী কাল

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৪

আগামী কালটা কবে যে আসবে ?

প্রতিদিনই ভাবি আগামী কাল থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করব || আগামী কাল সকালে উঠে হাটা শুরু করব || আগামী কাল থেকে নিয়ম করে চলাফেরা করব || আগামী কাল থেকেই সবার সাথে ভাল ভাবে চলাফেরা করব || আরও দুনিয়ার কত কি ||

পোরা কপাল আমার, দিন যায় দিন আসে কিন্তু আগামী কাল আর ফিরে আসে না || এই আগামীকাল করে করে আমার সব কাল ফুরিয়ে যাচ্ছে || তবুও আগামীকাল বোধহয় আর কখনোই ফিরে আসবে না ||

শুরু কি করতে পারব ভাল কিছু আগামী কাল ? শুরু করতে গেলেই আগামী কালটা হয়ে যায় আজ || কি যে করি ভেবে পাইনা আর || আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখন থেকেই যেন ভাল ভাল সব কিছু শুরু করতে পারি আগামী কালের অপেক্ষা না করে ||

( শুধু আমার না --- অনেকের বেলায়ই এ রকম হয় )

আরিফুল ইসলাম টিটু

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: নামাজ আজ থেকেই শুরু করেন।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: এভাবে কতকাল কেটে গেল!!!

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: ঠিক সেই আগামীকাল আর আসে না।
তাই আর কোনো ভাবাভাবি না। আজ থেকেই শুরু করতে হবে।

৪| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: Do it now.এই হোক তব স্লোগান।শুভেচ্ছা রইল।

৫| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

মিরোরডডল বলেছেন: আগামীকাল যে আসবে কোন গ্যারান্টি নেই
so live for today

৬| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২০

আকিব হাসান জাভেদ বলেছেন: কাল কে কাল বললে হবে না । কাল টা আজই শুরু হউক।

৭| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:














৮| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

করুণাধারা বলেছেন: কোন কাজ করার সঠিক সময় হচ্ছে- "এখনই"। সুতরাং আগামী কাল নয়, আপনি আজ থেকেই শুরু করুন। প্রথম শুরু করুন নামাজ দিয়ে। আল্লাহর সহায়তা চান যেন আল্লাহ আপনাকে সঠিক ভাবে সব কাজ সমাধা করার তাওফিক দেন। তারপর একে একে অন্য কাজগুলো একে একে দিন ঠিক করে করতে শুরু করুন। আল্লাহ আপনার সহায় হোন আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে।

৯| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২২

বারিধারা ২ বলেছেন: আগামীকাল, শিঘ্রি, একদিন - এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। মনের ইচ্ছে যদি থাকে, তবে এক্ষুণি সব কাজ ফেলে ওজু করে নামাজে দাঁড়িয়ে যান। নামাজ শেষ হবার সাথে সাথেই মোবাইলে এলার্ম দিয়ে রাখুন সকাল ৬ টায়। ঐ সময়ে উঠে ওজু করে নামাজ পড়েই স্যান্ডেল পায়ে দিয়ে বেরিয়ে যান। শয়তান চোখে ঘুম লাগাতে এলে এক ঢুসা মেরে তাকে ভাগিয়ে দিন এবং চট করে এক সেকেন্ডের মধ্যে উঠে পড়ুন। বাকি কাজগুলো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে করিয়ে নেবেন। তার আগে আপনি প্রুফ করুন - আপনি আন্তরিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.