নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফ তানজির

আসিফ তানজির › বিস্তারিত পোস্টঃ

ভাল উদ্যাগ

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

অভিবাসী শ্রমিকদের
অধিকার ও মর্যাদা রক্ষায় প্রবাসী কল্যাণ
ও বৈদেশিক কর্মসংস্থান নীতি, ২০১৬
অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের
সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন
দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব
মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ
তথ্য জানান।
নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের
সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, নারী
অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ,
অভিবাসীদের যাত্রী উন্নয়নের সঙ্গে
সমন্বয় সাধনের বিষয়ে এই নতুন নীতিমালায়
উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অভিবাসী
কর্মীদের সুযোগ-সুবিধার ব্যাপারে ২০০৬
সালে একটি নীতিমালা ছিল। সেটি ছিল
বাস্তবতার আলোকে সংক্ষিপ্ত।
ফলে বিস্তারিত নীতির প্রয়োজনীয়তা
দেখা দেওয়ায় নতুনভাবে এটি প্রণয়ন করা
হয়েছে। এ নীতিমালাতে অভিবাসীদের
স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্বরাষ্ট্র,
পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণসহ বিভিন্ন
মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্ব ভাগ করা
হয়েছে।
নতুন নীতিমালার ফলে অভিবাসী
শ্রমিকরা কী সুবিধা পাবেন
সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অদক্ষ ও স্বল্প
দক্ষ শ্রমিকরা আগে বিভিন্নভাবে বঞ্চিত
হতো। অভিবাসী প্রত্যেক কর্মী যাতে
অধিকার ও মর্যাদা ফিরে পান, নতুন
নীতিমালায় সে বিষয়ে নিদের্শনা দেওয়া
হয়েছে।
এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে
তুরস্কের সঙ্গে স্বাক্ষরের জন্য
সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা সংক্রান্ত
একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া
হয়েছে।
এ চুক্তির বিষয়ে সচিব বলেন, এই চুক্তি হলে
তুরস্কের সেনাবাহিনীর কাছ থেকে
অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের
সেনাবাহিনী স্বাস্থ্যসেবা নিশ্চিতে
কাজ করতে পারবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.