নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সুখ-দুখ

০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬

মনের গভীরে দুখের কথা লিখেছি গোপন করে
যতই লিখি ততই দেখি দুখেরা গিয়েছে সরে।
আমি দুখের কথা জনে জনে যখনি বলেছি কেঁদে
দুখের বদলে সুখ আসে না; দুঃখ এসেছে সেধে।
দুঃখ সহিব একাকী আমি সুখেরে করিব বিলি
সুখেরা আসে হরষে বরষে দুখেরে পেছনে ফেলি।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। দুঃখ নিজের মাঝে রেখে সুখ বিলানোতেই সুখ।

০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।

২| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৩

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর সাবলীল লেখা, ভাল লাগল।

০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ মি. প্রথমকথা।

৩| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন । নিজে দুঃখে থেকেও অপরকে আনন্দ বিলোতে হবে ।

০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: দুঃখ একা একা ভোগ করতে হয় আর আনন্দ করতে অনেকের মাঝে অনেককে নিয়ে। ধন্যবাদ।

৪| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৯

ধ্রুবক আলো বলেছেন: দুঃখের ঝোলা বাড়েই প্রতিদিন।

০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: তাইতো আমার বাড়ছে শুধু ঋণ।
শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.