নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চিত সভা

১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৪

নির্বিকার তাকিয়ে ছিলেন তিনি
এ বাড়িটার কাছে জনাব অনেক বড়ো ঋণী।
লুকিয়ে আছে অনেক স্মৃতি ইটের কণায় কণায়
রক্তে ভাসে স্মৃতিগুলো সাপের ফণায় ফণায়।
মালগুলো সব পাখির মতো উধাও হয়ে গেলো
অবাক হয়ে তাকিয়ে ছিলেন, লাগছে এলোমেলো।

কার যে কখন দিন আসে আর কার যে কখন ফুরায়
কার যে কখন পতন আসে কে যে ওঠে চূড়ায়।
হলফ করে যায় না বলা সবই অনিশ্চিত
নিজের চোখে যা দেখেছি নয়রে অকিঞ্চিত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ক্ষমতার বড়াই কখনই ভাল নয়।

২| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চিরন্তন সত্য কথা বলেছেন ভাই কবিতায়।

সবকিছু উপরওয়ালা করেন, যেখানে যা লাগে তাই দিয়া।

কবিতায় +++++

৩| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:৫৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: Shuvechcha Nin.

৪| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:৫৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: Thanks for good cmnt.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.