নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বয়সীর চোখের আয়নায় যেন আমার প্রতিচ্ছবি=(জীবনবোধের কাব্য)

১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯



©কাজী ফাতেমা ছবি
#ক্ষমা_করো_প্রভু

উনার চোখে তাকালে এখন বিষণ্ণতা দেখি
ঘোলা চোখে জলে টুইটুম্বুর- সে জল গড়ায় না!
ঝাপসা চোখের ভিতর তাকিয়ে উনার অতীত দেখি
ঐ যে অল্পবয়সী তরুণী, পুরোদস্তর গৃহীনি
সকাল থেকে সন্ধ্যা, সংসারের হাল ধরা ক্ষণ
কোমরে আঁচল বেঁধে নিত্য কর্মে ঝাপিয়ে পড়া
আহা কি কষ্ট ক্ষণগুলো সেই, উনার মুখেই শোনা।

পাটায় পিষা মসলায় রান্না, ঢেঁকিতে ধান ভানা
মাটির ঘর লেপা, লাকড়ি যোগাড়ের দাও হাতে
কিংবা কলসে পুকুরের জল থৈ থৈ শ্রমের প্রহর।

উনি বলেন, প্রসব বেদনায় দুটো দিন ছটফট
ব্যথা পেটে রান্না চুলায়, ব্যথায় কুঁকড়ে যেতে যেতে
শুধু অস্ফূট কষ্ট ধ্বনি কাউকে বুঝতে না দিয়ে।

একে একে আটটি সন্তান এসেছে এই ধরায়
তাও তো কেটে গেছে প্রহর, থেমে থাকেনি
হাসি দুঃখ কষ্টে থেমে যায় নি জীবন, চলে গেছে।

বিষন্ন চোখে তাকিয়ে উনি বলেন দুঃখী গলায়,
এখন কেনো তবে সময় কাটে না, যেনো সব স্থির
পার হয় না এক একটা পল, শুয়ে বসে আর কতো।

উফ, কিযে কষ্ট আমার বুকের ভিতর তুলে সুরাসুর
কি হবে এই দুনিয়ার রঙ্গ তামশায় জীবন ডুবিয়ে
মেয়েবেলার অপেক্ষা, বড় হব... একদিন
স্বপ্ন হবে পূরণ, চাকুরী করব, সংসার হবে,
ভালবাসা হবে প্রেম হবে, প্রজাপতির ডানায় উড়ব
পাখি হব স্বাধীন নীলের বুকে....

সময় বয়ে যায়, কালের ডহরে হারায় স্বপ্ন
একে একে আশা পূর্ণতা পায় আবার পায় না,
অপেক্ষার শেষ এই যে সামনে, শুধু অপেক্ষা
চোখে বিরাণভূমি, মরু ধুঁধুঁ.... মরিচিকা সুখ।

কি ভয়ংকর আহ্ সেই অপেক্ষা, বুকে ব্যথার মোচড় ফের
গলা টিপে ধরবে জম, নিঃশ্বাস যাবে থেমে, নিথর দেহ
সব শেষ...... অন্তহীন নিদ্রায় শায়িত, অন্ধকার গোরে;??

উনার চোখের আয়নায় আমি আমাকেই দেখছি এখন
ক্ষমা করে দিয়ো প্রভু জানা অজানা সকল পাপ।

(১৫/৪/২০১৭)
শাশুড়ি তখন জীবিত ছিলেন। ২০১৯ এ চলে যান পরপারে। আল্লাহ উনাকে জান্নাতে ঠাঁই দিন।
"রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা"

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৫

নূর আলম হিরণ বলেছেন: জীবনের অংক যতদিকেই না মোড় নিক, শেষ প্রহরে এসে হিসেব এইভাবে মিলাতে হয়। আপনার শাশুড়ি পরপাড়ে ভালো থাকুক। ছেলেদের জীবনটাও এমনই হয়তো কারো কবিতা গল্পে উঠে আসে না।

১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই .. ছেলেরা কেন জানি বৃদ্ধকালে কম যত্ন পায় আমার দেখা কয়েকটা ইসু্

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আাপনাকে
ভালো থাকুন স্বপরিবারে

২| ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৩

কবীর হুমায়ূন বলেছেন: পৃথিবীর সকল মায়েরাই বুঝি এ রকম হয়। সংসারের কাজের ভীড়ে তাদের অস্তিত্বের কথাই ভুলে যান তাঁরা। ভালো লিখেছেন কবি কাজী ফাতেমা ছবি।
আপনার শাশুড়ি মাকে আল্লাহ তাঁর কৃপার ছায়াতলে রাখুন। আমিন।

১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সকল মাকে ভালো রাখুন। ফি আমানিল্লাহ

জাজাকাল্লাহ খাইরান সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন ভাইয়া

৩| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: জীবন কি ?
মৃত্যুর আয়োজনই জীবন।
ইন্নালিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজেউন
[ফিরে যেতে হবে যেখান থেকে এসেছি বা পাঠানো হয়েছে (নো হান্কি পান্কি ) ]

১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

জাজাকাল্লাহ খাইরান

ফিরে তো যেতেই হবে

৪| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৮

ইসিয়াক বলেছেন:




যেখানে থাকুক,যে অবস্থায় থাকুক সব মায়েরা ভালো থাকুক ।

রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানী ছাগিরা।

১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মায়েরা ভালো থাকুক
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা

জাজাকাল্লাহ খাইরান

৫| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা বেশ ভালো লেগেছে। শাশুড়ির প্রতি এত ভালোবাসা সাধারণত দেখা যায় না। কয়েকদিন আগে আমার এক মহিলা সহকর্মী তার শাশুড়ির অসুস্থতার কথা বলতে বলতে কেঁদে ফেলল। আমি তার আচরণে মুগ্ধ হলাম।

১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা জানাই চুয়াত্তর ভাই। আমার শাশুড়ি আমার ছেলে দুইটাকে বড় করে দিয়ে গেছেন, আমি চাকরীজীবি। দুই নাতি দাদুর চোখের মণি ছিল। একদিন না খেলে আমাকে পাগল বানিয়ে ছাড়তেন আম্মা। আমি বলতাম আম্মা তাসীন না খাইলে আপনার কী।
দেখা গেছে আম্মাও না খেয়ে আছেন

কত অবদান উনার আমার বাচ্চাদের উপর।

ভালো থাকুন জাজাকাল্লাহ খাইরান

৬| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৮

সাগর কলা বলেছেন: - সুন্দর ভালবাসার প্রকাশ ঘটেছে আপু।

১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৭| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৯

জটিল ভাই বলেছেন:
শাশুড়ির প্রতি ভালবাসা অনেক ভালো লাগলো। আপনার পূত্রবধূরাও আপনাকে এভাবে ভালবাসুক।

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
আমিন
ভালো থাকুন আপনিও

৮| ১৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া
ভালো থাকুন

৯| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




"রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা" আল্লাহপাক আপনার শাশুড়িকে বেহেস্ত নসীব দান করুন। আমিন।

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.