নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল ভবিষ্যতের পানে চেয়ে...

দার্শনিক

কোন এক জ্যোৎস্না রাতে, কাঙ্ক্ষীত সেই স্বপ্নের আবেশে মাছটি উড়ে চলে, আলোকিত শুভ্র নীল দিগন্তের পানে....তাঁরই সন্নিধানে। মাছটি স্বপ্নে উড়ে যায়, স্বপ্ন সত্যির অপেক্ষায়....

দার্শনিক › বিস্তারিত পোস্টঃ

হুজুগে বাঙ্গালী একটু হুজুগ ছাড়...জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনও কর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

আন্দোলনের মাস ফেব্রুয়ারীতে বাঙ্গালী জাতি আজ একই সুরে...শাহবাগ স্কয়ারে। মূল ইস্যু মিরপুরের কসাই কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি - মৃত্যুদন্ড। প্রতিটি মিডিয়াতে সেই সুরের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি অবিরাম। এত বিশাল আন্দোলন এ জীবনে আর কি কখনো দেখেছি?



ব্যবসায়ের ছাত্র হিসেবে প্রতিটি বিষয়েই খুজি Productivity অর্থাৎ সুযোগর সর্বোচ্চ ব্যবহার। কিন্তু হায়! এ কি! কিছুদিন পূর্বেও জামাত-শিবিরের তান্ডবে অতিষ্ট মানুষের মুখে জামাত-শিবির নিষিদ্ধের যে গর্জন উঠেছিল, আজ সেই গর্জন কেন অস্তিত্বহীন? এখনই তো সময় - গর্জে উঠো বাংলাদেশ। এত বড় আন্দোলনের ইস্যু কি শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকবে "কাদের মোল্লার মৃত্যুদন্ড চাই" যতটুকু জেনেছি, কাদের মোল্লার শাস্তি বৃদ্ধির বিষয়টি আইনগতভাবে বাস্তবায়ন খুবই জটিল প্রক্রিয়ার অধীন একটি বিষয়। একমাত্র উপায় ৪ নম্বর অভিযোগটি নতুন করে প্রমাণের মাধ্যমে মৃত্যুদন্ড দেওয়া। যাই হোক, আমার ভয় হয়, যদি কোন কারণে এটা সম্ভব না হয়? তবে কি এত বড় আন্দোলন বৃথা যাবে? যাবে না, যেতে পারে না....



আমার মনে হয় এই আন্দোলনের দ্বিতীয় দাবী হওয়া উচিৎ ৭১ এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের সংগঠন "জামায়াতে ইসলামী" কেও বিচারের মুখোমুখি করানো।



তৃতীয় দাবী হওয়া উচিৎ জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী। যদি কোন কারণে প্রথম দাবী ব্যর্থও হয়, তবু দ্বিতীয় ও তৃতীয় দাবী ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে।



সম্মানিত পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি চান বাংলাদেশের অবস্থা বর্তমান পাকিস্তানের অনুরূপ হোক? আশা করি স্বাধীনতার পক্ষের কেউই তা চান না। কিন্তু এটা কি জানেন পাকিস্তানের বর্তমান অবস্থার কারণ কি? এর অন্যতম কারণ জামাতে ইসলামীকে ঐদেশে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে - যার পরিণাম বর্তমান বিধ্বংসী দেশ পাকিস্তান।



কিন্তু যেদেশের বিশ্বখ্যাতি পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ...সেই দেশ এর অবস্থা পাকিস্তানের অনুরূপ হবে, আমি তা কখনই আশা করতে পারি না। তাই এখনই সময় রুখে দাড়ানোর। অতএব দেরি না করে আসুন জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীকেও আমাদের আন্দোলনের অন্তর্ভূক্ত করি।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ



২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: একমত । তবে হারামিগুলার ফাঁসী হতে দেন । দেখবেন তখন এমনিতেই ওরা শেষ হয়ে যাবে ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

খুব সাধারন একজন বলেছেন: সাবাশ ভাই!

আগে প্লাস সহ প্রিয়তে।
তারপর বাকি কথা।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: জেগেছে বাংলাদেশ, জেগেছে তরুন, জেগেছে ব্লগার সমাজ এখনই সময় যার যা কিছু পাওনা মিটিয়ে দেওয়ার ও নেওয়ার ।

ব্লগার - আমি মিশির আল বলেছেন

রাজাকারের ফাঁসির দাবীতে উত্তাল এখন দেশ আমার সবার এ হয়তবা মন চলে যাচ্ছে শাহাবাগ মোড়ে । হয়তো ইছে থাকলেও আমরা অনেকেই যেতে পারছি না । আসুন আমার সবাই রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত নিজেদের facebook profile pictuer কালো করে দেই ।

রাজাকারের ফাঁসির দাবিতে আমরা কি পারি না আমাদের প্রোফাইল ছবিটা কালো করে দিতে?
এটাই হোক আমাদের একটি প্রতিবাদ মাধ্যম.........।

ব্লগার - রক্তাক্ত আমি বলেছেন
প্রজন্ম চত্বর(Gen. Square) : সময়ের আহ্বান !!

তুমি হয়তো নিজেও জানো না তুমি কতোটা শক্তিশালী । তুমি কতো ধারালো । কতটা শাণিত । নিজের অস্তিত্বে চরম ও পরম ভরসা ফিরে পেতে তাই প্রজন্ম চত্বর ডাকছে তোমায়...মৃত্যু যদি ভয় দেখায় তবে যেনে রেখো মৃত্যুর আরও কাপুরুষিত উপায় আছে । সেগুলো তোমায় ক্ষমা করবে না । দুর্ঘটনা তোমায় ঘটিতব্যের শোধ উঠাবে । প্রজন্ম চত্বর তোমায় দুর্ঘটনা উৎরিয়ে মুক্তির সকালে রক্তিম সূর্যোদয় ঘটাবে !!

ব্লগার- মাহমুদুল হাসান ( সুমন ) বলেছেন

বুধবার সন্ধ্যায় হাজারো মানুষের সমাবেশ থেকে শুক্রবার মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। মহাসমাবেশের আহ্বান জানিয়েছেন সমাবেশ শুরুর উদ্যোক্তাদের অন্যতম ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের মাহমুদুর হক মুন্সি।

ভাই লেখাটা আমার ব্রাউজার থেকে পাবলিশ করতে পারছি না । আপনারা পাবলিশ করে সাহায্য করেন । দেশের স্বার্থে ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: জেগেছে বাংলাদেশ, জেগেছে তরুন, জেগেছে ব্লগার সমাজ এখনই সময় যার যা কিছু পাওনা মিটিয়ে দেওয়ার ও নেওয়ার ।

ব্লগার - আমি মিশির আল বলেছেন

রাজাকারের ফাঁসির দাবীতে উত্তাল এখন দেশ আমার সবার এ হয়তবা মন চলে যাচ্ছে শাহাবাগ মোড়ে । হয়তো ইছে থাকলেও আমরা অনেকেই যেতে পারছি না । আসুন আমার সবাই রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত নিজেদের facebook profile pictuer কালো করে দেই ।

রাজাকারের ফাঁসির দাবিতে আমরা কি পারি না আমাদের প্রোফাইল ছবিটা কালো করে দিতে?
এটাই হোক আমাদের একটি প্রতিবাদ মাধ্যম.........।

ব্লগার - রক্তাক্ত আমি বলেছেন
প্রজন্ম চত্বর(Gen. Square) : সময়ের আহ্বান !!

তুমি হয়তো নিজেও জানো না তুমি কতোটা শক্তিশালী । তুমি কতো ধারালো । কতটা শাণিত । নিজের অস্তিত্বে চরম ও পরম ভরসা ফিরে পেতে তাই প্রজন্ম চত্বর ডাকছে তোমায়...মৃত্যু যদি ভয় দেখায় তবে যেনে রেখো মৃত্যুর আরও কাপুরুষিত উপায় আছে । সেগুলো তোমায় ক্ষমা করবে না । দুর্ঘটনা তোমায় ঘটিতব্যের শোধ উঠাবে । প্রজন্ম চত্বর তোমায় দুর্ঘটনা উৎরিয়ে মুক্তির সকালে রক্তিম সূর্যোদয় ঘটাবে !!

ব্লগার- মাহমুদুল হাসান ( সুমন ) বলেছেন

বুধবার সন্ধ্যায় হাজারো মানুষের সমাবেশ থেকে শুক্রবার মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। মহাসমাবেশের আহ্বান জানিয়েছেন সমাবেশ শুরুর উদ্যোক্তাদের অন্যতম ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের মাহমুদুর হক মুন্সি।

ভাই লেখাটা আমার ব্রাউজার থেকে পাবলিশ করতে পারছি না । আপনারা পাবলিশ করে সাহায্য করেন । দেশের স্বার্থে ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: জামাত শিবিরের জুনিয়র নেতা
বানরের গলায় মুক্তার মালা পড়ানো উচিত বলে মনে করি না ......

একজন ব্লগার বলেছেন

আজকের রায় যে আগেই সাজানো ছিল তা সবাই বুঝতে পারসি। কিন্তু এর মধ্যে রাজনিতি টা কি ছিল? ব্যাপারটা এরকম হতে পারে, সৌদি আরব সহ আরব দেশ গুলার চাপে এবং মহা বেঈমান যুক্তরাষ্ট্রের চাপে একটা আদামাদা রায় দেয়া হয়েছে যা আগেই ঠিক ছিল। তাদের পক্ষ থেকেই বলা ছিল যাদের তারা পছন্দ করে তাদের যাবজ্জীবন দিতে আর যাদের পছন্দ করেনা তাদের ফাসি (বাচ্চু রাজাকার) । জামাতের বর্তমান নেতাদের সাথে লীগের আঁতাত তাদের সাথে নির্বাচন করা । এক্ষেত্রে বি এন পি কে কোনো সুযোগ না দেয়া । এখন বি এন পি পরেছে মাইনকার চিপায়, তারা হয়ত দেরিতে বুঝতে পারছে লীগ আর জামাত সম্পর্ক আর সে জন্যেই তারা বার বার বলছিল তারা ট্রাইবুন্যাল এর বিপক্ষে নয়। যখন জামাত নির্বাচন করবে তখন হাসিনা আপা বলবেন "জামাতে যুদ্ধাপরাধিরা এখন আর নাই তাই জামাত এখন পরিশুদ্ধ " লিখে রাখেন এমনটাই হবে।

আমার ছোট মাথায় এটাই আসলো, আপনাদের ও কি এমনটাই মনে হয়?


এভাবে জামাত শিবিরের জুনিয়র নেতাদের সুযোগ দেওয়ার কোন মানে হয় না । এটা একটি ভুল সিদ্ধান্ত বলে মনে করি ।

তাই আমি শুধু শিরোনাম বদলে দিলাম .
বানরের গলায় মুক্তার মালা পড়ানো উচিত বলে মনে করি না ......

ভাই লেখাটা আমার ব্রাউজার থেকে পাবলিশ করতে পারছি না । আপনারা পাবলিশ করে সাহায্য করেন । দেশের স্বার্থে ।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: জামাত শিবিরের জুনিয়র নেতা
বানরের গলায় মুক্তার মালা পড়ানো উচিত বলে মনে করি না ......

একজন ব্লগার বলেছেন

আজকের রায় যে আগেই সাজানো ছিল তা সবাই বুঝতে পারসি। কিন্তু এর মধ্যে রাজনিতি টা কি ছিল? ব্যাপারটা এরকম হতে পারে, সৌদি আরব সহ আরব দেশ গুলার চাপে এবং মহা বেঈমান যুক্তরাষ্ট্রের চাপে একটা আদামাদা রায় দেয়া হয়েছে যা আগেই ঠিক ছিল। তাদের পক্ষ থেকেই বলা ছিল যাদের তারা পছন্দ করে তাদের যাবজ্জীবন দিতে আর যাদের পছন্দ করেনা তাদের ফাসি (বাচ্চু রাজাকার) । জামাতের বর্তমান নেতাদের সাথে লীগের আঁতাত তাদের সাথে নির্বাচন করা । এক্ষেত্রে বি এন পি কে কোনো সুযোগ না দেয়া । এখন বি এন পি পরেছে মাইনকার চিপায়, তারা হয়ত দেরিতে বুঝতে পারছে লীগ আর জামাত সম্পর্ক আর সে জন্যেই তারা বার বার বলছিল তারা ট্রাইবুন্যাল এর বিপক্ষে নয়। যখন জামাত নির্বাচন করবে তখন হাসিনা আপা বলবেন "জামাতে যুদ্ধাপরাধিরা এখন আর নাই তাই জামাত এখন পরিশুদ্ধ " লিখে রাখেন এমনটাই হবে।

আমার ছোট মাথায় এটাই আসলো, আপনাদের ও কি এমনটাই মনে হয়?


এভাবে জামাত শিবিরের জুনিয়র নেতাদের সুযোগ দেওয়ার কোন মানে হয় না । এটা একটি ভুল সিদ্ধান্ত বলে মনে করি ।

তাই আমি শুধু শিরোনাম বদলে দিলাম .
বানরের গলায় মুক্তার মালা পড়ানো উচিত বলে মনে করি না ......

ভাই লেখাটা আমার ব্রাউজার থেকে পাবলিশ করতে পারছি না । আপনারা পাবলিশ করে সাহায্য করেন । দেশের স্বার্থে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.