নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল ভবিষ্যতের পানে চেয়ে...

দার্শনিক

কোন এক জ্যোৎস্না রাতে, কাঙ্ক্ষীত সেই স্বপ্নের আবেশে মাছটি উড়ে চলে, আলোকিত শুভ্র নীল দিগন্তের পানে....তাঁরই সন্নিধানে। মাছটি স্বপ্নে উড়ে যায়, স্বপ্ন সত্যির অপেক্ষায়....

দার্শনিক › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রয়োজনীয় ইসলামী ওয়েবসাইট বা ওয়েবএপস

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

ﺑﺴﻢ ﺍﷲ ﺍﻟﺮﲪﻦ ﺍﻟﺮﺣﻴﻢ



কোরআন-হাদীস নিয়ে যারা পড়াশোনা / গবেষণা করেন তাদের কাজে লাগতে পারে এমন কয়েকটি ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন আজ আপনাদের সাথে শেয়ার করছি:



১। http://www.islamicity.com/ps/



এই সাইটে আপনি কোরআনের যেকোন আয়াতের উচ্চারণ ইংরেজীতে লিখলে রেফারেন্স সহ আয়াতটি আপনার সামনে হাজির হবে।



যেমন: আমি কাতাবাল্লাহু লা আগলিবান্না আলা ওয়া রুসূলি এই আয়াতটির রেফারেন্স চাচ্ছি



উপরিউক্ত সার্চ ইঞ্জিনে: KATABALLAHU LA লিখে সার্চ দিলাম, সম্ভাব্য ৮টি আয়াত আসল। সূরা মুজাদেলার ২২ নম্বর আয়াতটি এর মধ্যে একটি।



২। http://www.alim.org



এটি খুব ইন্টারেকটিভ একটি সাইট। কোরআন, হাদীস, তফসির সবকিছুই আছে এতে। ৪ জন বিখ্যাত অনুবাদকের কোরআনের ইংরেজী অনুবাদ আছে। কোআনের শুদ্ধ উচ্চারণ সহ তিলাওয়াত আছে। বুখারী, মুসলিম, আবু দাঊদ, তিরমিজি, হাদীসে কুদসি থেকে হাদীস নম্বর দিয়ে খোজার ব্যবস্থা আছে। একবার হলেও দেখার মত একটি সাইট।



৩। http://www.ejtaal.net/m/aa/



এই সাইটে একই সাথে ৬ টি আরবী-ইংরেজী ডিকশেনারী আছে। খুব সহজেই লিংঙ্কে পৃষ্ঠা নম্বর দিয়ে খোজা যায়। যেসব ডিকশেনারীগুলো রয়েছে: হেন্স ওহের, লেইন'স লেক্সিকন, স্টেইনগাস, ব্রিল, পেনরাইস, হাভা। কোরআনের বিভিন্ন শব্দের উৎসগত অর্থ জানার জন্য উপযুক্ত একটি সাইট।



আজ এতটুকুই। যদি আরও কোন ইসলাম রিসার্চ টুলস পাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ্‌। আপনাদের কাছে এরকম কোন সাইট বা ওয়েব এপস বা সফটওয়্যার থাকলে শেয়ার করতে পারেন। সাইটগুলো কেমন লাগল জানাবেন। আশা করি ভালো লাগবে।

মন্তব্য ৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

বোকামন বলেছেন:
আস সালামু আলাইকুম, ভাই।।

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪

রাজনীতির ভাষা বলেছেন: সুন্দর জিনিস। ধন্যবাদ।

৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

বাংলাদেশী দালাল বলেছেন: ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

৪| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। দারুন একটি পোষ্ট শেয়ার করার জন্য। প্রিয়তে নিলাম।

৫| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

দ্য েস্লভ বলেছেন: বাংলায় কিছু থাকলে আমাদের জন্যে াারও বেশী ভাল হত। ইংরেজীতে গবেষনা কঠিন মনে হয়। বাংলায় হলে শান্তি লাগে :)

৬| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

শুকনোপাতা০০৭ বলেছেন: প্রিয়তে রাখলাম.. :)

৭| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আপনি কী আহামদীয়া ধর্মাবলম্বী?

যদি তাই হয়, তবে দয়া করে আপনার পরিচিতিটা প্রোফাইল নোটে দিয়ে দিবেন।

যদি মুসলিম হন, তবে দেয়ার দরকার নেই।

ধন্যবাদ।


অফ টপিকঃ কাদিয়ানিদের উপাসনালয়ে "এটি কাদিয়ানী মসজিদ (উপাসনালয়)" - এ কথা লিখা থাকে। তাই না?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

দার্শনিক বলেছেন: আপনি সুন্নী না মুসলিম?
এই প্রশ্ন যেমন বোকামী, তেমনি এটাও বোকামী "আপনি আহমদী না মুসলিম?"
হ্যা আমি আহমদীয়া মুসলিম ধর্মাবলম্বী.... আর মসজিদে এরকম কিছু লেখা থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.