নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুঁজিনি কখনো আকাশের মানে...

আফসানা যাহিন চৌধুরী

আমার পথচলা আমার পথে

আফসানা যাহিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রাজপথ

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

কিছু পরিচয় রাজপথে হয়

অথবা রাজপথ কিছু পরিচয় করিয়ে দেয়।

কিছু বন্ধন রাজপথে সৃষ্টি হয়

অথবা রাজপথ কিছু বন্ধন তৈরী করে।

কিছু গল্প রাজপথে বলা হয়

অথবা রাজপথই স্বয়ং কখনো হয়ে ওঠে প্রাচীন পুঁথি।



ঠিক শেষ বিকেলে রাজপথ স্পর্শ করলে,

স্পর্শে হঠাৎ পাওয়া যায় ধক ধক কাঁপুনি-

যেন বা কত অযুত যুগ ধরে চলছে

অকথ্য হৃদস্পন্দন..!

অজস্র কলরবে কীসব যেন বলে যায় কোথা থেকে;

বড় দুর্বোধ্য, অস্পষ্ট...!



পথের রাজা নয়, রাজার পথও নয়!

রাজপথ কেবলই একটি নাম, একটি আশ্রয়,

আশ্রয়ের নাম।

মহাকালের মত বিস্তৃত সে- মহাকালেরই আরেক রূপ!

কংক্রিটের সভ্য খোলসটুকু উঠিয়ে নিলে, সে আসলে আমাদের চেয়েও জীবন্ত..!



দেখো, গোল পৃথিবী চ্যাপ্টা হয়ে, ঠিক রাজপথের ধারেই শেষ হয়েছে-

ওখানটাতেই মহাশূণ্যের কিনারা..!





ঠিক করেছি আর ঘরে ফিরবনা। তার চে’ বরং

একটা বাড়িই বানাই।



আমার বাড়ি হবে, রাজপথ....?





ভর দুপুরে আইল্যান্ডে চিৎ হয়ে আকাশ দেখব।

বিকেল হলে দৃষ্টি আনুভূমিক করে নেব-

সভ্যতার হা-পিত্যেশ গুণব।



সন্ধ্যে বেলায় নিশীতে পাবে, আর না হলে

শুঁড়ি হব।

মধ্যরাতে নোংরা হব, নষ্ট হব;

ঠিক সকালে নগরপোড়া ছাই থেকে আবার সত্যি জন্ম নেব।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

ভূতের কেচ্ছা বলেছেন: সন্ধ্যে বেলায় নিশীতে পাবে, আর না হলে
শুঁড়ি হব।
মধ্যরাতে নোংরা হব, নষ্ট হব;
ঠিক সকালে নগরপোড়া ছাই থেকে আবার সত্যি জন্ম নেব।
অনেক ভাল লাগল.....

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভুতের কেচ্ছা :)

শুভেচ্ছা রইল।।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

যোগী বলেছেন:
ভাললাগেনি

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ যোগী পাঠ ও মন্তব্যর জন্য :) সাথে থাকুন। এবং শুভেচ্ছা আপনাকেও.. :)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিছু পরিচয় রাজপথে হয়
অথবা রাজপথ কিছু পরিচয় করিয়ে দেয়

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কিছু গল্প রাজপথে বলা হয়
অথবা রাজপথই স্বয়ং কখনো হয়ে ওঠে প্রাচীন পুঁথি।


ধন্যবাদ নাজমুল :)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: সন্ধ্যে বেলায় নিশীতে পাবে, আর না হলে
শুঁড়ি হব।
মধ্যরাতে নোংরা হব, নষ্ট হব;
ঠিক সকালে নগরপোড়া ছাই থেকে আবার সত্যি জন্ম নেব।




ুসুন্দর কবিতায় ১ম ভাল লাগা।

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ :)

শুভেচ্ছা আপনাকে।।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সবার মতো আমারো শেষ লাইনগুলো অসম্ভব ভাল লেগেছে।

দ্বিতীয় ভালো লাগা।
কবিতায় মুগ্ধকর কিছু শব্দ বাক্য আছে।
যা পাঠক মনে অনুরণ সৃষ্টি করে।

একটা কবিতা চাই যার কোন একটি বিশেষ বাক্যে নয় বরং প্রতিটি শব্দে ভালো লাগা ছুঁয়ে যাবে।

:) :)
চাওয়টা শুধু আপনার কাছে নয় বরং সব কবিতা প্রেমীরর কাছে।

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য..অ সংখ্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :)

আমিও চাই তেমন কোন কবিতা- আমিও তো একজন পাঠক-ই, বলুন??


শুভকামনা আপনার জন্যে। সাথে থাকুন :)

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

মাহাদি হাসান বলেছেন: রাজপথকে হাল আমলের ফ্যাশন আকারে নাক সিটকানো লোকদের ইতিহাসে কোন জায়গা কি হয়। হয় না। এখানেই নতুন সমাজের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে আসে মানুষ। রাজপথ ছাড়া আশ্রয় কোথায়? সীমাহীন অপমান আর লুটপাটের রাজ্যে বিপুল মানুষের রাজপথমুখী হবার আশা করার মধ্যে দিয়েই কবি নতুন সমাজের বিনির্মানের ডাক দেয়। তাই কবিরা এগিয়ে থাকে, বর্তমানে বাস করেও ভবিষ্যৎকে দেখতে পারে বলে।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অভিনন্দন মাহাদী হাসান.. :)

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

রুদ্র রাফি বলেছেন: ভালো লাগলো

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

মাঝিবাড়ি বলেছেন: আমি এ+ দিব, চমৎকার

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ মাঝিবাড়ি :)

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

তুষার কাব্য বলেছেন: মধ্যরাতে নোংরা হব, নষ্ট হব;
ঠিক সকালে নগরপোড়া ছাই থেকে আবার সত্যি জন্ম নেব।


ভালোলাগা কথামালায় ...

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসেংখ্য ধন্যবাদ তুষার কাব্য।

অনেক দিন পর :)

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লিখেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাসান মাহবুব :) :)

অনেক অনেক শুভেচ্ছা রইল..

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: :) :)
শুভ বসন্ত এহসান সাবির :)
আপনাকে অনেক ধন্যবাদ এবং বসন্তের শুভেচ্ছা।।।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.