নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুঁজিনি কখনো আকাশের মানে...

আফসানা যাহিন চৌধুরী

আমার পথচলা আমার পথে

আফসানা যাহিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রূপ-বদলী সময়

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

সময়কে ফিরে দেখতে কি অদ্ভূত লাগে!

বিকেলের রোদে পুরনো সময়ের শরীরে হেঁটে যাওয়া-
এ এক অদ্ভূত ব্যাপার।
বোবা অভিমান, দীর্ঘশ্বাস আর
সকলের অলক্ষ্যে অশ্রুত কান্না!

এই যে এই অখ্যাত ক্লিনিক, ইশকুল, খাবার দোকান, ফুটপাত;
বিরাট বিরাট খান দুই মাল্টিস্টোরিড, জাহাজ-মার্কা “বাতিঘর”
আর
প্রেসক্লাবের এই সূর্যধোয়া উঠান,
মানচিত্রের এই অংশটা জুড়ে আমার সেই প্রথম ডানা ঝাপটানো!
উড়বার স্বপ্ন দেখা...!

এই এতটুকু ক্ষেত্রফল, আর
কতগুলো প্রাণ......!

আমার সেই সব অবাধ্যতার দিন-
শিখবার দিন!
শিখতে না চাইবার ও দিন!
অবাধ্য হওয়াকে আরাধ্য করবার দিন...!

ফিরে ফিরে দেখি।
হাতড়ে হাতড়ে যাই মস্তিষ্কের গলি-ঘুচি।
শুঁকে শুঁকে যাই সেই সময়ের গন্ধ।

বড় অদ্ভূত জিনিষ সময়!
না আছে আকার, না আছে শিষ্টাচার!
তবু খানিক বাদে বাদে তার রূপের বদল, গল্প বদল.....!

নিজেকে কেমন উদ্বাস্তু মনে হয়...!
কী ছিলো আমার...?
এখন কী নেই...?


এক সীমান্তের উদ্বাস্তু আরেক সীমান্তে শরণার্থী হয়,
আমি কোন সময়ের উদ্বাস্তু, কোন সময়ে শরণ নেব???


সূর্য যেখানে পৌঁছেনা, সেখানে ছায়াও পড়েনা।
আমারও ছায়া নেই!
কিন্তু আমার আশেপাশে অসংখ্য কিলবিলে কালো ছায়া!!!
বিনা সূর্যে এ কিসের কায়া দেখা যায়???
কিসের মৃত্যুময় বীভিষিকা ঝলসে উঠে এখানে সেখানে...?
সূর্যধোয়া উঠানে.....?










২৫/০৩/২০১৫।।।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় মুগ্ধতা। কিছু শব্দমালা খুবই ভালো লেগেছে।

সূর্যধোয়া উঠান, অবাধ্যতার দিন, সময়ের উদ্বাস্তু সুন্দর কথামালা। +

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র, পাঠে ও মন্তব্যে :) :)

শুভকামনা নিরন্তর।।।

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫

বেলায়েত মাছুম বলেছেন: নিজেকে কেমন উদ্বাস্তু মনে হয়...!
কী ছিলো আমার...?
এখন কী নেই...?



ভালা লাগা রইল।

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ বেলায়েত মাছুম ।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫০

সুমন কর বলেছেন: সুন্দর !

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর :)

ভালো থাকবেন সবসময়।।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০০

দৃষ্টিসীমানা বলেছেন: ভাললাগা রইল ।

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ অনেক :)

৫| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ফিরে ফিরে দেখি

সময়কে স্মৃতিতে জাগ্রত থাকুক ৷ শুভকামনা ৷

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর আলম, ভাল থাকবেন :)

৬| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা হাসান মাহবুব ভাই :)

নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা; ১৪২২ ভাল কাটুক :)

৭| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: আমার মন্তব্য চোখের আড়ালে তোমার হাসি

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ ।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কলমের কালি :)

নববর্ষের শুভেচ্ছা রইল, নতুন বছর মঙ্গলময় হোক :)

৯| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক সীমান্তের উদ্বাস্তু আরেক সীমান্তে শরণার্থী হয়,
আমি কোন সময়ের উদ্বাস্তু, কোন সময়ে শরণ নেব???
ভালো লাগা জানবনে।

বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল, আগত প্রতিটি দিন হোক সুন্দর।

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১১

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অজস্র ধন্যবাদ আপনাকে, বোকা মানুষ !:#P :#>

আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা, নতুন বছর মঙ্গলময় হোক !:#P

১০| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১১

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ রাজপুত্র =p~

নতুন বছর ভালকাটুক, দিশা যেন খুঁজে পান :P =p~ =p~ =p~

১২| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: সুন্দর !

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার শব্দমালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.