নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/easin.es

ইয়াসিন_ই

nothing

ইয়াসিন_ই › বিস্তারিত পোস্টঃ

আমি আমার বউয়ের প্রেমে পরেছি...

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আমি আমার বউয়ের প্রেমে পরেছি... একজন স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট এবং কতটা ভালোবাসলে এই কথাটা বলতে পারে? উপরের কথাটা একটি তুর্কি মুভির সংলাপ।

পরিচিত এক ভাই একটু আধুনিক এবং স্মার্ট কিন্তু সেই হিসেবে তার স্ত্রী তার স্ট্যাটাসের সাথে মানানসই নয়,এ জন্য সে প্রায়ই আফসোস করে।
তাকে এই মুভিটা দেখতে বললাম,সে এই মুভি দেখে বলল,ধুর মিয়া!এগুলো শুধু মুভিতেই সম্ভব।বাস্তবে এমন হয় না।
তাকে বললাম, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন?
সে বলল, এটা আবার কেমন প্রশ্ন?
বললাম, সে আপনাকে যতটুকু ভালোবাসে আপনি তার থেকে বেশি তাকে ভালোবাসুন।এরপর আপনি নিজেই সব বুঝতে পারবেন।আর মুভি কিন্তু বাস্তব জীবন থেকেই অনুপ্রাণিত হয়েই তৈরি হয়।

মানুষ টাকা-পয়সা,স্ট্যাটাস নয়,ভালোবাসার পাগল।আপনি কাউকে যতটুকু ভালবাসবেন বিনিময়ে তার থকে বেশিই ভালোবাসা পাবেন।ভালোবাসা মানেই যে প্রেমিক প্রেমিকার ভালাবাসা তা কিন্তু নয়, আপনি ভালোবাসুন আপনার বাবা-মা কে,আপনার পরিবারকে আশেপাশের মানুষকে।বিনিময়ে আপনিও তাদের কাছ থেকে আরো বেশি ভালোবাসা পাবেন।

আপনি আয়নার সামনে দাড়িয়ে হাসুন দেখবেন আয়নায় আপনার প্রতিচ্ছবিটি হাসছে, কাঁদুন সেও কাঁদবে।যাকে যতটুকু দিবেন ঠিক ততটুকুই ফিরে পাবেন।হোক সেটা ভালোবাসা বা কষ্ট।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

লাল পাথর বলেছেন: সমান ও বিপরীত প্রতিক্রিয়া :) :) :) :)

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

ইয়াসিন_ই বলেছেন: অনেকটা ☺

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: পুরোনো কথা আবার নতুন করে মনে করিয়ে দিলেন।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

ইয়াসিন_ই বলেছেন: পুরোনো কার কথা

৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

ওমেরা বলেছেন: ভালবাসলে ভালবাসা পাওয়া যায় ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

ইয়াসিন_ই বলেছেন: সবাই সেটাই বলে ✌

৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর ভাবে কথাগুলো গুছিয়ে বলেছেন ।
যা বলেছেন কথাগুলো চরম সত্যি ।
আমার মতে একজন কে ভালোবাসলে তার সবকিছুতেই মুগ্ধতা চলে আছে । যখোন ভালোবাসাতে কিন্তু চলে আসে তখুনি অনেক অপছন্দ বের হয় ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

ইয়াসিন_ই বলেছেন: ধন্যবাদ। ভালোবাসাতে "কিন্তু" এটাই সব শেষ করে দেয়।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই দিক থেকে হতে হবে। আমাদের দেশে এত চাপ নিয়ে কাজ করে ঘরে ফিরে এসে বউর সাথে ভালোবাসা করার সময় হয় না। বরং বউকেই আরেকটু বিচক্ষণতার সাথে ভালোবাসতে হবে, গৎবাধা অভিযোগ না করে...

০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

ইয়াসিন_ই বলেছেন: সহমত, ভালোবাসা অবশ্যই দুই দিক দিয়ে হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.