নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি এক মানবিক আবেগহীন বৃক্ষমানব। স্বপ্নের দলা পাকানো বাসি কবিতা। আমি এক নষ্ট গান!\"

ফয়সাল সোহাগ

একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।

ফয়সাল সোহাগ › বিস্তারিত পোস্টঃ

শত সহস্র টুকরো হয়ে ভাসি

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৬

ঘুম থেকে জেগে চোখ মুছে দেখি যেই
কোনো কিছুই আর আমার পক্ষে নেই
বিপক্ষ রেখা আলিঙ্গনে তাড়ায় মুচকি হাসি
আমি শত সহস্র টুকরো হয়ে ভাসি!

আলোআঁধারির নগর ছেড়া বিমূর্ত এক ধ্বনি
এই শহরের নিসঙ্গ এক ইট হয়ে আজ শুনি
অগুনতি কাক শকুন হয়ে উড়ে আকাশ ছিঁড়ে
আমার ডান চোখটায় লাভা ঝরে বাম চোখটা পোড়ে!

প্রদীপ হাতে দাঁড়াও যদি এই আঁধার মেশানো রাতে
পড়ে আছি হয়ে শুকনো পাতা তুলে নিয়ো বাম হাতে
ফেলে দিয়ো ঠিক নোংরা জলে- ঢেলে সবটুকু অবহেলা
জেনে গেছি আমি জীবন মানে সাপলুডু শুধু খেলা!

পৃথিবী নামক গ্রহের ভেতর চোখ খুলে দেখি যেই
সময় এখানে সময়েরও পক্ষে নেই
বিপক্ষ রেখা আলিঙ্গনে তাড়ায় মুচকি হাসি
তখন আমি শত সহস্র টুকরো হয়ে ভাসি!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা। :)

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

ফয়সাল সোহাগ বলেছেন: ধন্যবাদ হাসু মামা ভাই!!

২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

আকিব হাসান জাভেদ বলেছেন: সময় এখন সময়ের পক্ষে নেই । বাক্যটা সুন্দর। তাই সময় থাকতে নিজেকে তৈরী করে নেওয়া। যাতে কারো অবহেলার পাত্র না হয় ।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬

ফয়সাল সোহাগ বলেছেন: হ্যা। ঠিক তাই। সুন্দর বলেছেন।
.
ভালোথাকুন সবসময়।

৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৬

আসিফামি বলেছেন: ভালো লেগেছে কবিতাটি

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭

ফয়সাল সোহাগ বলেছেন: ধন্যবাদ আসিফামি ভাই। ভালোথাকুন সবসময়।

৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর লিখেছেন।রইল শুভেচ্ছা।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

ফয়সাল সোহাগ বলেছেন: আপানকেও অনেক অনেক ধন্যবাদ। ভালোথাকুন সুস্থ থাকুন।

৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০১

ফয়সাল সোহাগ বলেছেন: আপানাকেও খুব ধন্যবাদ!

৬| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

ওমেরা বলেছেন: সময় এখন সময়ের পক্ষে নেই ।এই লাইনটা কবিতার গুরুত্ব পূর্ণ ।
অবশ্য পুরু কবিতাটা সুন্দর হয়েছে ।

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ফয়সাল সোহাগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট পেয়ে অনেক খুশি হয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.