নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে চেষ্টা করি আমি একজন মানুষ। তাই মানুষ হওয়ার চেষ্টায় আছি। বড় কঠিন কিন্তু অসম্ভব না।

সোয়েব মুহাম্মাদ

সাধারণ মানুষ

সোয়েব মুহাম্মাদ › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর আমরা

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭

সর্বাধিক বেতন হওয়া উচিত কৃষকের। দেশটা সেদিন পরিপূর্ণ হবে যেদিন আমরা আমাদের কৃষি আর কৃষকদের ন্যায্য পাওনা দিতে পারব। মাঠের পাশে গিয়ে দেখুন কি পরিমাণ কষ্ট করে ফসল ফলাচ্ছে ওরা! নিজেকে ওদের জায়গায় চিন্তা করে দেখুন। কম দামে সার আর বীজ দিলেই যদি মনে করেন কৃষকদের প্রতি রাষ্ট্রের সব দায়িত্ব শেষ তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করে বৃথা সময়যাপন করছেন।

বাড়িতে সামান্য জায়গা থাকলে একটা বাগান করুন। বুঝবেন সামান্য জায়গায় বাগান করতে কতখানি কষ্ট হয়। আর যারা বিঘার পর বিঘা ধান লাগাচ্ছে তাদের অসামান্য কষ্টটুকু অনুভব করে দেখুন। আর মনের মধ্যে তাঁদের প্রতি দায়িত্ববোধটা জাগ্রত করুন। দেশে কর্মী দরকার।

আজ দেখলাম ময়মনসিং এ একজন সার্জন গত একবছর ধরে রাস্তার পাশের ড্রেন পরিষ্কার করছেন। খুঁজে দেখুন। এরকম অসংখ্য কর্মী পাবেন যারা সরকারের ভরসায় না থেকে নিজেরাই স্বার্থহীন ভাবে দেশের জন্যে করে যাচ্ছে। দেশপ্রেমিক এরাই। আপনি মন্ত্রী। দেশের উন্নয়ন করছেন। এতে দেশপ্রেমের চেয়ে আপনার উপর অর্পিত দায়িত্বটা বেশি ছিল। কিন্তু কেউ যদি মনের তাগিদে দেশের জন্যে নিঃস্বার্থ কিছু করে তাহলে সে মন্ত্রী অপেক্ষা বড় দেশপ্রেমিক।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

জাহিদ বেস্ট বলেছেন: আমার মনের কথগুলু আপনি বলেসেন। ধননোবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

তাল পাখা বলেছেন: আমাদের দেশের কৃষক,গার্মেন্টস শ্রমিক এবং প্রবাসীরাই বেশি অবহেলিত, নিষ্পেষিত, নিগৃহীত। অথচ এরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

রানা আমান বলেছেন: আমার মনেহয় কৃষকদের বেতন নয় , তাদের উৎপাদিত ফসলের যথাযথ মুল্য দিলেই বেশি ভালো হবে ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

সোয়েব মুহাম্মাদ বলেছেন: সহমত

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

মহা সমন্বয় বলেছেন: আমিও এটা মনে মনে ভাবি কৃষকেরা যে পরিমাণ কষ্ট করে তার বিনিময়ে তারা কি পায় ? কিছুই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.