নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে চেষ্টা করি আমি একজন মানুষ। তাই মানুষ হওয়ার চেষ্টায় আছি। বড় কঠিন কিন্তু অসম্ভব না।

সোয়েব মুহাম্মাদ

সাধারণ মানুষ

সোয়েব মুহাম্মাদ › বিস্তারিত পোস্টঃ

কেউ কি ভালো আছে?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

কেউ কি ভালো আছে? কারো চোখে কি স্বপ্ন আছে? বাঁচার স্বপ্ন? হাসির স্বপ্ন? নেই মনে হয়। সবকিছু কেমন যেন নেই নেই হয়ে গেছে। স্বাধীন দেশের এখানে ওখানে রক্তের ছাপ। ক্ষমতা পাওয়ার জন্যে রক্ত, ক্ষমতা নেওয়ার জন্য রক্ত, অবৈধতার রক্ত, সুবিধাবাদীর রক্ত, সন্ত্রাসীর রক্ত- যেদিক তাকাই রক্ত আর রক্ত। দেশটা এইজন্য স্বাধীন করা হয়েছিল?

কারো কাছে কি কোন উত্তর আছে? নেই না? থাকার কথা না। উত্তর থাকলে আমি কি আমার ভাইকে হত্যা করতে পারতাম? আমার ছোট বোনের রক্তের উষ্ণতা কেড়ে নিতে পারতাম? শুধু অর্থ আর ক্ষমতার লোভে দেশটা রক্তাক্ত করতে পারতাম? পারতাম না। সাধারণ মানুষের কাছে উত্তর থাকলে আজ এই পরিস্থিতি হত না। গণজাগরণ মঞ্চ অমানুষের বিচার চাইতে পারে কিন্তু মানুষকে প্রকৃত মানুষ বানানোর আন্দোলনে নামতে পারে না। কোথাও কি এই আন্দোলন হয়? মানুষ গড়ার আন্দোলন? হয় না। দেশের প্রত্যেকটা নাগরিক যদি মানুষ হত তাহলে প্রতিটা কাজ সঠিক ভাবে হত। নাগরিক মানেই ভোট নয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

হাইপারসনিক বলেছেন: মানুষ হওয়ার জন্য প্রয়োজন মনুষ্যত্ব ।মনুষ্যত্বের জন্য প্রয়োজন শিক্ষা ।এবার বলেন শিক্ষা কোথায়?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

সোয়েব মুহাম্মাদ বলেছেন: মানুষ হওয়ার জন্যে ইচ্ছা দরকার। ইচ্ছা থাকলে সেই শিক্ষা এমনিই আপনার কাছে ধরা দেবে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: কেউ কি ভালো আছে? কারো চোখে কি স্বপ্ন আছে? বাঁচার স্বপ্ন? হাসির স্বপ্ন?

আছি, আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

সোয়েব মুহাম্মাদ বলেছেন: ভাগ্যবান আপনি

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

সোজোন বাদিয়া বলেছেন: মানুষ গড়ার আন্দোলন! বেশ করলেন, মানুষ গড়লেন্ তারপর সেই মানুষেরা এই দেশে স্থান পাবে কোথায়? তাদের মনুষ্যত্বের মর্যাদা দেবে কে? প্রশ্ন করলাম, কারণ প্রশ্ন করা সহজ তাই। কিছু মনে নেবেন না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

সোয়েব মুহাম্মাদ বলেছেন: প্রথম প্রথম মর্যাদা দেওয়ার মানুষ থাকবে না। ৫০ বছর পর যখন মানুষের সংখ্যা বেড়ে যাবে সেদিনের কথা চিন্তা করে দেখুন।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লিখেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

সোয়েব মুহাম্মাদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.