নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে চেষ্টা করি আমি একজন মানুষ। তাই মানুষ হওয়ার চেষ্টায় আছি। বড় কঠিন কিন্তু অসম্ভব না।

সোয়েব মুহাম্মাদ

সাধারণ মানুষ

সোয়েব মুহাম্মাদ › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা-২

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৭

অফিসে যাচ্ছিলাম। সিএনজি স্কুটার যখন গ্যারিসনের প্রথম স্পিড ব্রেকার ক্রস করলো তখনও কোনো ঝাকি লাগলো না। অতি দক্ষ ড্রাইভার। কপালের নিচে একজোড়া চৌকস চোখ। সন্তপর্ণে এগিয়ে চলেছেন।

এবার সমতল রাস্তা। তবু ঝাকি লাগলো। ড্রাইভারের পাশে বসা তরুণ ছেলেটার ফোনালাপ শুনে। ক্যান্টনমেন্ট এলাকা ক্রস করার আগেই ওপাশে জানিয়ে দিলো সে এখন বাদামতলা। আমার কি তাহলে নামতে হবে? সকালে চোখে লেগে থাকা ঘুম ছুটে গেলো। বাইরে তাকিয়ে বুঝলাম ছেলেটা মিথ্যা বলেছে।

তরুণ ছেলেটাকে দেখে নির্ভীক মনে হয়। কুছ পরোয়া নেহি টাইপের চেহারা। আসলে সে ভীতু। সহজ করে সত্য বলতে ভয় পায়।

আমরা প্রতিনিয়ত এমন মিথ্যা কিন্তু বলছি। আবার সেই মিথ্যাকে মিথ্যা বলে অস্বীকারও করছি। খেয়াল করুন। দিনশেষে আবার আফসোস করছি এই ভেবে যে আল্লাহ্ আমার জীবনটা এত জটিল কেন বানালো।

মিথ্যা সকল পাপের জননী। তাহলে কে বানালো জটিল জীবন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: জটিল জীবনের জন্য মানূষই দায়ী।

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখার লেজ মাথা কিছুই নেই, আপনার বন্ধুদের কতজন প্রশ্নফাঁস করে পাশ করেছেন বলে আপনার ধারণা?

৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪২

আখ্যাত বলেছেন:
ভাবনার খোরাক আছে লেখায়

৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮

নীল আকাশ বলেছেন: আপনার এস এস সি এর সার্টিফিকেট কই? সাথে বন্ধু বান্ধবদেরও লাগবে!!! প্রশ্নফাস জেনারেশন কিনা সেটা পরীক্ষা দিতে হবে ব্লগে লেখার আগে !!!!

৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৫

ইফতি সৌরভ বলেছেন: আসলে সে ভীতু - সব সময় সত্য কথার উপরে থাকতে পারে না। বাস্তবে, আমরা সবাই তো কোন না কোনোভাবে 'মিথ্যাবাদী'।

তেজপাতা আর বুঝপাতা - ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.