নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

আগামী প্রেম

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০২

আগামী প্রেম
জাহিন আদিলাহ্
এরপরে যেদিনই দেখা হবে,
অপ্রস্তুত তুমি সিগারেটের ধোঁয়া গিলে কাশতে থাকবে,
দৌড়ে আসবো৷
বাড়িতে মস্ত বড় ছাদ থাকবে,
ছাদে বসে সকলকে ফাঁকি দিয়ে লুকোচুরির প্রেম করবো৷
তুমি হবে লাটাই,
আমি হবো ঘুড়ি,
পুরো আকাশটাই হবে সীমান্ত অসীম৷
ঠিক সন্ধ্যেতে ঘোমটা দিয়ে
খসে যাওয়া তারা গুনতে গুনতেই বাড়ি যাবো৷
মাঝরাস্তায় গেয়ে উঠবে মান্না দের গান,
বিমুগ্ধ হয়ে থমকে যাবো৷
মাঝে মাঝে তুমুল ঝগড়া হবে ব্যক্তিগত চায়ের আসরে,
তুমি,
আপনি,
তুই,
উৎরে যাবো,
চোখে থাকবে বিক্ষুদ্ধ সঙ্গীহীন সর্পের ক্ষোভ,
উড়নচন্ডী তুমি মিটেমিটে হেসে বলেই যাবে উত্তাল পাতাল প্রেমের বয়স নেই!
চাঁদ উঠেছে,
অশ্লীল চাঁদটা নাকি চৌষট্টি বছর পরেই আসবে আবার৷
যদি দেখা হয়,
বলে দেবো প্রেম নয়,পূজ্য দেবতা আমার ।
পরের জন্মে কবি হবো
তুমি হবে কবিতার জনক
অধরে চুমু খেয়ে ভেঙ্গে ফেলবো বিশ্বরেকর্ড৷
কীর্তনখোলায় কাগজের ভেলায় কাঁপা কাঁপা অক্ষরে ।
জন্মাবে আমাদের শিশুপ্রেম৷
আর ঐ যে দুর্গাসাগর,
রচিত করবো সুখের কুল৷
হয়ে যাবো ছোট্ট মরা নদী,
ছুয়ে দেবে যখন মিলিত হবো বঙ্গোপসাগরে৷
সাক্ষী হবে সকল প্রকৃতি৷
যদি ভুলগুলো শুধরে নেই,
দাস্তান ছুড়ে ফেলা নগ্ন শরীরে তুমিই হবে৷
নাভির তিল,
ভ্রুকুটি,
ঠোঁটের কাটা,
স্বাত্বাধিকার থাকবে প্রথম তোমার৷
দামী পারফিউম নয়,
এই যে চামড়া মাংসের গন্ধেই
তোমার পুরুষজন্ম উৎরে যাবে৷
পরজন্মে যদি দেখা হয়,
তুমি বুনো ফুল নিয়ে এসো,
সহস্র না বলা শব্দেই আমি রেখে যাবো জীবাত্না
শুধু যদি তোমায় পাই,
এক সাঁতারেই পার করবো সমগ্র জলজ রাশি৷


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.